Advertisement

Wife Kills Husband: সঙ্গমের সময় স্বামীর গলা কেটে 'খুন', তারপর প্রেমিকের বিছানায়, মাকে ধরিয়ে দিল ছেলে

জিজ্ঞাসাবাদের পর পুজা নিজের দোষ স্বীকার করেন। পুলিশ জানিয়েছে, পুজার সঙ্গে তাঁর এক আত্মীয়ের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক বছর ধরে এই সম্পর্ক চলছিল এবং ধীরে ধীরে তা স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় পরিণত হয়। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে পুজা নিজের মোবাইল ফোনও ভেঙে ফেলেছিল বলে অভিযোগ।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 31 Jan 2026,
  • अपडेटेड 7:17 PM IST
  • উত্তর প্রদেশের শাহজাহানপুরে স্বামী খুনের একটি চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।
  • তদন্তে উঠে এসেছে, পারিবারিক সম্পর্কের জটিলতা ও বিবাহবহির্ভূত সম্পর্ক থেকেই এই নৃশংস হত্যাকাণ্ডের ছক কষা হয়েছিল।

উত্তর প্রদেশের শাহজাহানপুরে স্বামী খুনের একটি চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, পারিবারিক সম্পর্কের জটিলতা ও বিবাহবহির্ভূত সম্পর্ক থেকেই এই নৃশংস হত্যাকাণ্ডের ছক কষা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, বলরাম নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগে তাঁর স্ত্রী পুজা ও তাঁর প্রেমিক আদেশকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা যায়, ঘটনার দিন রাতে সঙ্গমের সময় বলরামকে বাড়ির মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। পরে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয় এবং দোষ চাপানোর পরিকল্পনাও করা হয় অন্যের উপর।

২৯ জানুয়ারি সকালে বলরামের ছোট ভাই রাজু তাঁকে কাজে ডাকতে গিয়ে সাড়া না পেয়ে ঘরের ভিতরে ঢুকে মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে। দম্পতির সাত বছরের ছেলের বক্তব্যে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়।

জিজ্ঞাসাবাদের পর পুজা নিজের দোষ স্বীকার করেন। পুলিশ জানিয়েছে, পুজার সঙ্গে তাঁর এক আত্মীয়ের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক বছর ধরে এই সম্পর্ক চলছিল এবং ধীরে ধীরে তা স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় পরিণত হয়। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে পুজা নিজের মোবাইল ফোনও ভেঙে ফেলেছিল বলে অভিযোগ।

পুলিশ আরও জানিয়েছে, পুজা ও বলরামের বিয়ে হয়েছিল প্রায় ১০ বছর আগে এবং তাঁদের একটি সন্তান রয়েছে। এই মামলায় পুজা, তাঁর প্রেমিক আদেশ এবং এক সহযোগী রামচন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত আরও তথ্য জানার জন্য তদন্ত এখনও চলছে।

 

Read more!
Advertisement
Advertisement