Advertisement

BSF Operation: সাইকেলের টায়ারে ঠাসা সোনা, মালদায় ধরল BSF, পাচারকারী পলাতক

সাইকেলের টায়ার থেকে ১.২ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করল BSF। পলাতক পাচারকারী। গোয়েন্দার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন BSF সাতটি সোনার বিস্কুট উদ্ধার করে। তবে পাচারকারীকে ধরতে সক্ষম হয়নি BSF। বাজেয়াপ্ত সোনার ওজন ৮১৬.৪১ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২ লক্ষ ৪০ হাজার ২৩০ টাকা। 

মালদায় সাইকেলের টায়ার থেকে ১.২ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত BSF-রমালদায় সাইকেলের টায়ার থেকে ১.২ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত BSF-র
Aajtak Bangla
  • মালদা,
  • 27 Nov 2025,
  • अपडेटेड 2:55 PM IST

সাইকেলের টায়ার থেকে ১.২ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করল BSF। পলাতক পাচারকারী। গোয়েন্দার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন BSF সাতটি সোনার বিস্কুট উদ্ধার করে। তবে পাচারকারীকে ধরতে সক্ষম হয়নি BSF। বাজেয়াপ্ত সোনার ওজন ৮১৬.৪১ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২ লক্ষ ৪০ হাজার ২৩০ টাকা। 

২৬ নভেম্বর BSF গোয়েন্দা সূত্রে তথ্য পায় স্থানীয় এক ব্যক্তি এম.এস.পুর সীমান্ত ফাঁড়ি এলাকা দিয়ে সোনা পাচারের চেষ্টা করতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে, সেনারা সীমান্ত অঞ্চলে নজরদারি জোরদার করে। আশেপাশের এলাকায় সতর্কতা বাড়ানো বয়। সূত্র মতে, আনুমানিক রাত ২টো ৫৬-র দিকে, একজন সন্দেহভাজন ব্যক্তিকে সাইকেল নিয়ে সীমান্তের দিকে এগিয়ে যেতে দেখা যায়। জওয়ানরা তাকে থামিয়ে সাইকেলটি পরীক্ষা করতে শুরু করে। তল্লাশির সময়, সাইকেলের সামনের টায়ার অস্বাভাবিকভাবে ফোলা এবং শক্ত দেখা যায়, যা সন্দেহ জাগায়। জওয়ানরা যখন টায়ার খুলে দেখতে যায়, তখন সন্দেহভাজন ব্যক্তি সাইকেল ফেলে রেখে ঘনবসতিপূর্ণ এলাকার দিকে পালিয়ে যায়।

ঘটনার পর এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালানো হলেও পাচারকারীর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে সাইকেলের টায়ার খুলে ফেলার পর এর ভেতর থেকে সাতটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত সোনা পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক এই অভিযানের জন্য প্রশংসা করেছেন। বলেছেন, BSF জওয়ানরা সীমান্তে পাচারকারীর মতো অবৈধ কার্যকলাপ প্রতিরোধে সম্পূর্ণরূপে সক্ষম। সীমান্তবর্তী বাসিন্দারা যদি সোনা পাচারকারীর তথ্য পায় তবে বিএসএফ সীমা সাথী হেল্পলাইন নম্বর ১৪৪১৯ অথবা ৯৯০৩৪৭২২২৭ নম্বরে হোয়াটসঅ্যাপ বা ভয়েস কলে জানাতে অনুরোধ করেছেন। তিনি আশ্বাস দেন, বিশ্বাসযোগ্য তথ্যের জন্য উপযুক্ত পুরষ্কার দেওয়া হবে। তথ্যদাতাদের পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement