Advertisement

ডেলিভারি বয় সেজে ফ্ল্যাটে ঢুকে যুবতীকে ধর্ষণ, ছবি তুলে ব্ল্যাকমেলেরও হুমকি

বুধবার সন্ধেবেলা। পুণের ওই অভিজাত আবাসনে একাই ছিলেন বছর বাইশের যুবতী। সন্ধেবেলা তাঁর বাড়িতে এক ডেলিভারি বয় আসে। জানায়,ব্যাঙ্ক থেকে একটি চিঠি আছে।

Representative Image Representative Image
Aajtak Bangla
  • পুণে,
  • 03 Jul 2025,
  • अपडेटेड 1:10 PM IST
  • পুণের ওই অভিজাত আবাসনে বছর বাইশের যুবতীকে ধর্ষণের অভিযোগ
  • ডেলিভারি বয় সেজে এসে ধর্ষণ করে বলে অভিযোগ

'ম্যাডাম একটু পেনটা আনুন। এখানে সই করতে হবে।' ডেলিভারি বয়ের কথা শুনে দরজা বন্ধ না করেই পেন আনতে গিয়েছিলেন যুবতী। আর তাই ডেকে আনল সর্বনাশ। দরজা খোলা থাকার সুযোগে ফ্ল্যাটে ঢুকে সেই যুবতীকে ধর্ষণ করল ডেলিভারি বয়। চাঞ্চল্যকর ঘটনাটি পুণের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এলাকায় হইচই পড়ে গিয়েছে। নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানকার মহিলারা। 

বুধবার সন্ধেবেলা। পুণের ওই অভিজাত আবাসনে একাই ছিলেন বছর বাইশের যুবতী। সন্ধেবেলা তাঁর বাড়িতে এক ডেলিভারি বয় আসে। জানায়,ব্যাঙ্ক থেকে একটি চিঠি আছে। সই করে নিতে হবে। তবে তার কাছে পেন নেই। তখন ওই যুবতী ঘরের ভিতর পেন আনতে চলে যান। দরজা খোলা ছিল। সেই সুযোগে ঘরের ভিতর ঢুকে পড়ে ওই যুবক। অভিযোগ, তারপরই ধর্ষণ করে যুবতীকে। 

শুধু তাই নয়, ধর্ষণের পর মহিলার সঙ্গে সেলফিও তোলে। হুমকি দেয়। বলে, যদি পুলিশকে বা অন্য কাউকে ঘটনার কথা জানায় তাহলে পরিণাম খারাপ হবে। তবে নির্যাতিতা দমে যাননি। তিনি থানায় যান ও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। 

পুলিশের ডিসিপি শিন্ডে এই ঘটনা নিয়ে জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনও স্প্রে দিয়ে ওই যুবতীকে অজ্ঞান করার চেষ্টা করেছিল অভিযুক্ত। তবে পারেনি। ঘটনা জানতে পেরেই পুলিশ চলে আসে ঘটনাস্থলে। নির্যাতিতার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি অভিযোগও দায়ের করেছেন। ঘটনাস্থলে ফরেন্সিক টিম গিয়েছিল। তারা পর্যাপ্ত তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছেন। 

পুলিশের তরফে আরও জানানো হয়েছে, এই ঘটনার তদন্তের জন্য ১০ টা পুলিশের দল কাজ করছে। অভিযুক্ত দ্রুত ধরা পড়বে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ও ৭৭ নম্বর ধারায় FIR করা হয়েছে।

 
Read more!
Advertisement
Advertisement