Advertisement

নেশাগ্রস্ত যুবকের তাণ্ডব, নদিয়ায় ধারাল অস্ত্রের আঘাতে মহিলার মৃত্যু, আহত আরও ২

বুধবার সকালে পিন্টু হাজার নামে ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় প্রথমে শ্যামাশ্রী হাজরা নামে এক মহিলার ওপর চড়াও হয়। সেইসময় রান্না করছিলেন শ্যামশ্রী। অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে শ্যামশ্রীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে সে। অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শ্যামশ্রী।

অস্ত্রের আঘাতে আহতঅস্ত্রের আঘাতে আহত
বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • নদিয়া,
  • 20 Oct 2021,
  • अपडेटेड 4:41 PM IST
  • ধারাল অস্ত্রের আঘাতে গৃহবধূর মৃত্যু
  • হাসপাতালে চিকিৎসাধীন আরও ২
  • গ্রেফতার অভিযুক্ত যুবক

লক্ষী পুজোর সকালে নেশাগ্রস্ত যুবকের তান্ডব, যুবকের হাতে থাকা ধারাল অস্ত্রের আঘাতে মৃত্যু এক মহিলার। ঘটনায় গুরুতর আহত আরও দুই। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার পাঁচবেরিয়া ঘোষ পাড়া এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গিয়েছ, বুধবার সকালে পিন্টু হাজার নামে ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় প্রথমে শ্যামাশ্রী হাজরা নামে এক মহিলার ওপর চড়াও হয়। সেইসময় রান্না করছিলেন শ্যামশ্রী। অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে শ্যামশ্রীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে সে। অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শ্যামশ্রী।

এরপর নরেন ঘোষ ও বিশ্বনাথ হাজরা নামে আরও দুই ব্যক্তিকে আক্রমণ করে পিন্টু। রক্তাক্ত অবস্থায় ৩ জনকেই রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে শ্যামশ্রী হাজরাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি ২ জনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে একজনের ২টি আঙুল বাদ যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। 

আরও পড়ুন

এদিকে ইতিমধ্যেই অভিযুক্ত যুবক পিন্টু হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। সে কেন এই ঘটনা ঘটালো, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অন্যদিকে অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। ঘটনার জেরে গোটা এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। 


 

Read more!
Advertisement
Advertisement