
ঝাড়খণ্ডের এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি ভেবে মেঙ্গালুরুতে লাঞ্ছিত করা হয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ওই ব্যক্তিকে মারধর করা হয়। ভারতের নাগরিক দাবি করা সত্ত্বেও তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়।
জানা গেছে, ঝাড়খণ্ডের ওই পরিযায়ী শ্রমিক দিলজান আনসারি ১৫ বছর ধরে কর্নাটকে পরিযায়ী শ্রমিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, বাংলাদেশি নাগরিক মিথ্যা পরিচয় দিয়ে এখানে রয়েছেন। এরপরই নির্মমভাবে অত্যাচার করা হয়। গত ১১ জানুয়ারি তাঁকে চারজন ব্যক্তি মিলে আক্রমণ করে।
আক্রমণকারীরা দিলজানের পরিচয়পত্র দাবি করে। তাঁকে অবৈধ অনুপ্রবেশকারী বলে অভিযোগ করা হয়। এরপর বেধড়ক মারধর করতে থাকে। স্থানীয় এক মহিলা বাধা দিয়ে মারধর বন্ধ করেন। গুরুতর জখম হন দিলজান। ঘটনাস্থল থেকে পালিয়ে যান আক্রমণকারীরা।
মেঙ্গালুরু পুলিশ নিশ্চিত করেছে, দিলজানের নথিপত্র যাচাই করে প্রমাণিত হয়েছে তিনি ভারতীয় নাগরিক। সন্দেহভাজনদের নাম শনাক্ত করা গেছে। সাগর, দানুশ, লালু রথিশ এবং মোহন নামে ব্যক্তিরা ওই পরিযায়ী শ্রমিকের ওপর আক্রমণ করেন বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক অভিযোগ রয়েছে। যার মধ্যে খুনের চেষ্টা এবং অপরাধমূলক ভয় দেখানো অন্তর্ভুক্ত। চিকিৎসাধীন দিলজান। তিনি সুস্থ হয়ে উঠছেন। চার অভিযুক্ত এখনও পলাতক। তাদের পাকড়াও করতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
(রিপোর্টার: নাগার্জুন দ্বারকান্থ)