Advertisement

Minor girls raped: নবরাত্রির রাতে দুই আদিবাসী কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ ঝাড়খণ্ডে, গ্রেফতার ১

নবরাত্রির রাতে ২ আদিবাসী কিশোরীকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল ৪ জন। ঘটনা ঝাড়খণ্ডের গাড়োয়া জেলার। সেখানকার রাঙ্কা থানা এলাকার নাগরী গ্রামে নবরাত্রি উৎসব চলছিল। পুলিশ সূত্রে জানা গেছে, তিনজন নাবালিকা কিছু পরিচিত ছেলের সঙ্গে স্থানীয় এক মেলা দেখতে গিয়েছিল।

গ্রেফতার এক অভিযুক্ত।-ফাইল ছবিগ্রেফতার এক অভিযুক্ত।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Oct 2025,
  • अपडेटेड 10:39 AM IST
  • নবরাত্রির রাতে ২ আদিবাসী কিশোরীকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল ৪ জন।
  • ঘটনা ঝাড়খণ্ডের গাড়োয়া জেলার।

নবরাত্রির রাতে ২ আদিবাসী কিশোরীকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল ৪ জন। ঘটনা ঝাড়খণ্ডের গাড়োয়া জেলার। সেখানকার রাঙ্কা থানা এলাকার নাগরী গ্রামে নবরাত্রি উৎসব চলছিল। পুলিশ সূত্রে জানা গেছে, তিনজন নাবালিকা কিছু পরিচিত ছেলের সঙ্গে স্থানীয় এক মেলা দেখতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে একটি স্করপিও গাড়ি তাদের কাছে এসে থামে। এবং চার দুষ্কৃতী জোর করে তাদের গাড়িতে তুলে জঙ্গলের দিকে নিয়ে যায়। ওই কিশোরীদের সঙ্গে থাকা বন্ধুরা প্রতিবাদ করে। কিন্তু তাদের মারধর করে সরিয়ে দেওয়া হয়। 

আক্রমণকারীরা পরবর্তীতে একজন কিশোরীকে ছেড়ে দিলেও, বাকি দুই নাবালিকাকে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ভয়ঙ্কর রাতের সেই ঘটনার পর দুই নির্যাতিতা পরের দিন সকালে বাড়ি ফিরে পরিবারকে সব জানায়। পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে রাঙ্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তদন্ত শুরু করে। চার অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম মন্দিশ যাদব, শঙ্কর যাদব, ওম প্রকাশ যাদব এবং আরেকজন অজ্ঞাত ব্যক্তি।

পুলিশের এক কর্মকর্তা জানান, বাকি তিন অভিযুক্তকে গ্রেফতারের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষ ও সামাজিক সংগঠনগুলো অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
 

 

Read more!
Advertisement
Advertisement