Advertisement

Minor killed younger brother: হাড়হিম ঘটনা, হিংসার জেরে ভাইকে খুন করে মাটিতে পুঁতে দিল নাবালক দাদা

ওড়িশার বালাঙ্গির জেলার তিতলাগড়ে নাবালক এক ছেলের হাতে ছোট ভাই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক সম্পর্কে অবহেলা ও ঈর্ষা থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।

  • দিল্লি,
  • 10 Aug 2025,
  • अपडेटेड 3:18 PM IST
  • ওড়িশার বালাঙ্গির জেলার তিতলাগড়ে নাবালক এক ছেলের হাতে ছোট ভাই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • পুলিশ জানিয়েছে, পারিবারিক সম্পর্কে অবহেলা ও ঈর্ষা থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।

ওড়িশার বালাঙ্গির জেলার তিতলাগড়ে নাবালক এক ছেলের হাতে ছোট ভাই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক সম্পর্কে অবহেলা ও ঈর্ষা থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।

নিখোঁজ থেকে খুনের রহস্য উদ্ঘাটন
ঘটনা শুরু হয় যখন পরিবারের ছোট ছেলে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। মা থানায় নিখোঁজ ডায়েরি করেন। কয়েকদিন ধরে তল্লাশি চললেও শিশুর কোনও খোঁজ মেলেনি। পরে মায়ের সন্দেহ বড় ছেলের দিকে ঘোরে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ছোট ভাইকে হত্যার কথা স্বীকার করে।

দেহ পুঁতে রাখা ও স্থান পরিবর্তন
অভিযুক্ত জানায়, প্রথমে বাড়ির পিছনে ছোট ভাইয়ের দেহ পুঁতে রেখেছিল। পরে রাতের বেলা মায়ের শাড়ি দিয়ে দেহ বেঁধে প্রায় ৩০০–৪০০ মিটার দূরে আরেক স্থানে পুঁতে দেয়। পুলিশ, ম্যাজিস্ট্রেট ও মেডিকেল অফিসারের উপস্থিতিতে দেহ উদ্ধার হয় এবং ময়নাতদন্তে পাঠানো হয়।

খুনের কারণ
পুলিশ সূত্রে খবর, বড় ভাই মনে করত বাবা-মা ছোট ভাইকে বেশি ভালোবাসেন এবং তার প্রতি আগের মতো যত্নশীল নন। ঘটনার দিন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, এরপর রাগের মাথায় বড় ভাই রান্নাঘরের ছুরি দিয়ে ছোট ভাইয়ের পেটে আঘাত করে হত্যা করে।

প্রমাণ উদ্ধার ও তদন্ত
অভিযুক্ত খুনে ব্যবহৃত ছুরি ও মায়ের শাড়ি পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, এই ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না অথবা বড় ভাইকে কেউ উস্কানি দিয়েছিল কি না।
 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement