Advertisement

Kabaddi Player Shot Dead: মোহালিতে সেলফির অছিলায় কাছে গিয়ে গুলি করে খুন কাবাডি খেলোয়াড়

Kabaddi Player Shot Dead: গুলির শব্দ শুনে প্রথমে অনেকেই বাজি ফাটার শব্দ ভেবে ছুটোছুটি শুরু করেন। মুহূর্তের মধ্যেই গোটা মাঠে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ অবস্থায় রানা বলাচৌরিয়াকে দ্রুত ফোর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Aajtak Bangla
  • মোহালি,
  • 16 Dec 2025,
  • अपडेटेड 1:07 AM IST

Kabaddi Player Shot Dead: পাঞ্জাবের মোহালির সোহানা এলাকায় একটি বেসরকারি কাবাডি টুর্নামেন্ট চলাকালীন প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হল কাবাডি খেলোয়াড় ও প্রমোটার রানা বলাচৌরিয়াকে। মৃতের আসল নাম কনওয়ার দিগ্বিজয় সিং, বয়স প্রায় ৩০ বছর। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ২ থেকে ৩ জন অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী সেলফি তোলার অজুহাতে রানার কাছে এসে আচমকা গুলি চালায়। অভিযোগ, মুখ ও শরীরের উপরের অংশ লক্ষ্য করে ৩ থেকে ৫ রাউন্ড গুলি চালানো হয়। হামলার পর মোটরবাইকে চেপে দ্রুত চম্পট দেয় দুষ্কৃতীরা।

ঘটনার সময় মাঠে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। সেই সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল জনপ্রিয় পাঞ্জাবি গায়ক মনকিরত আউলখের। গুলির শব্দ শুনে প্রথমে অনেকেই বাজি ফাটার শব্দ ভেবে ছুটোছুটি শুরু করেন। মুহূর্তের মধ্যেই গোটা মাঠে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ অবস্থায় রানা বলাচৌরিয়াকে দ্রুত ফোর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন

মোহালি পুলিশের এসএসপি হরমনদীপ সিং হান্স জানিয়েছেন, ঘটনার তদন্তে একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুরনো শত্রুতা বা গ্যাং-রাইভালরির দিকটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বাম্বিহা গ্যাং এই হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি পুলিশের। গ্যাংয়ের তরফে অভিযোগ করা হয়েছে, রানা নাকি প্রয়াত গায়ক সিদ্ধু মুসেওয়ালার হত্যায় অভিযুক্তদের আশ্রয় দিয়েছিলেন। ঘটনায় একাধিক পুলিশ দল গঠন করা হয়েছে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement