Advertisement

Kolkata Crime News: খাস কলকাতায় অস্ত্রভাণ্ডারের হদিশ! বাজেয়াপ্ত ৫ বন্দুক-৯০ রাউন্ড কার্তুজ

কলকাতার বুকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ বৈঠকখানা রোডে অভিযান চালায় পুলিশের বিশেষ টিম। আর তারপর হাতেনাতে এক অভিযুক্তকে পাকড়াও করা হয়। উদ্ধার হয় ৫টি বন্দুক ও ৯০ রাউন্ড কার্তুজ। 

বাঁদিকের ছবিটি প্রতীকী। ডানদিকে- উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের ছবি।
বিশাল দাস
  • কলকাতা,
  • 10 Nov 2024,
  • अपडेटेड 1:23 PM IST

কলকাতার বুকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ বৈঠকখানা রোডে অভিযান চালায় পুলিশের বিশেষ টিম। আর তারপর হাতেনাতে এক অভিযুক্তকে পাকড়াও করা হয়। উদ্ধার হয় ৫টি বন্দুক ও ৯০ রাউন্ড কার্তুজ। 

লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মুর্শিদাবাদ ও বীরভূমে গত কয়েক বছরে বেশ কয়েকবার আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবার কলকাতাতেও এমন ঘটনা।

এদিনের ঘটনায় আগে থেকে নজর রাখছিলেন পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। অস্ত্র মজুদের খবর পেয়েছিলেন গোপন সূত্রে। এরপর সুযোগ বুঝে হঠাৎই পুলিশের বিশেষ টিম বৈঠকখানার লোকশনে হানা দেয়। মিশনের লিড দেন দুঁদে অফিসাররা। তাঁদের তৎপরতাতেই হাতেনাতে ধরে ফেলা হয় এক অভিযুক্তকে। এতটাই সন্তর্পণে পুলিশ অভিযান চালায় যে অভিযুক্ত আগে থেকে কিছু ঠাহরই করে ওঠার সময় পায়নি। 

এরপর সেই অস্ত্রভাণ্ডার থেকে বন্দুক, গুলি উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা।  

অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অভিযুক্ত রাজাবাজার এলাকার বাসিন্দা। বৈঠকখানা বাজারে অস্ত্র সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছিল অভিযুক্তকে। পুলিশ তার কাছ থেকে পাঁচটি বন্দুক এবং ৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই অস্ত্র ও কার্তুজ বিহার থেকে আনা হয়েছিল। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঠিক কী কারণে এই অস্ত্র কলকাতায় আনা হল এবং এর পিছনে কোন চক্র, কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।

সংবাদদাতা: কৌশিক দাস

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement