Advertisement

ডোমকলে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত ১, হাত উড়ল আরও একজনের

ডোমকলের বঘারপুর রমনার মণ্ডলপাড়া এলাকার একটি পাটের খেতে বসে বোমা বাঁধছিল ওই ৪ জন। সেই সময় হঠাৎই ঘটে যায় বিস্ফোরণ (Bomb Blast)। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিরাজুল শেখ নামে একজনের। নাজমুল শেখ নামে আরও একজনের হাত উড়ে যায়। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে তার। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • মুর্শিদাবাদ,
  • 05 Jul 2022,
  • अपडेटेड 12:03 PM IST
  • পাট খেতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ
  • ঘটনাস্থলেই মৃত ১
  • হাসপাতালে ভর্তি আরও ৩

ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু এক যুবকের। আহত আরও ৩। আহতদের মধ্যে একজনের হাত উড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে (Murshidabad Domkal)। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

অভিযোগ, ডোমকলের বঘারপুর রমনার মণ্ডলপাড়া এলাকার একটি পাটের খেতে বসে বোমা বাঁধছিল তারা। সেই সময় হঠাৎই ঘটে যায় বিস্ফোরণ (Bomb Blast)। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিরাজুল শেখ নামে একজনের। নাজমুল শেখ নামে আরও একজনের হাত উড়ে যায়। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে তার। 

স্থানীয় সূত্রে খবর, দু'জনেই এলাকায় তৃণমূল (TMC) কর্মী হিসেবে পরিচিত। যদিও দলের সঙ্গে তাদের যোগাযোগের কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জমি দখলের জন্যই তারা ওই এলাকায় বসে বোমা বাঁধছিল বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে। 

আরও পড়ুন

অন্যদিকে মৃত সিরাজুল শেখের পরিবার সূত্রে খবর, সে চাষবাসের সঙ্গে জড়িত ছিল। তবে তাকে মোটা টাকার টোপ দিয়ে বোমা বাঁধার কাজে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ (Police)। ঘটনার তদন্তও শুরু হয়েছে।  

 

Read more!
Advertisement
Advertisement