Advertisement

মুর্শিদাবাদ: মোবাইল গেমের Password চেয়েছিল, না-পেয়ে স্কুল ছাত্রকে খুন করল বন্ধুরা

মোবাইলের পাসওয়ার্ড নিয়ে বচসা তারপর হাতাহাতির জেরে খুন হয়ে গেল ক্লাস টেনের এক পড়ুয়া। অভিযোগ ওই পড়ুয়ার বন্ধুদের ওপর। ঘটনা মুর্শিদাবাদ জেলার। পুলিশ জানিয়েছে, ৮ জানুয়ারি থেকে নিখোঁজ ১৮ বছর বয়সী পাপাই দাসের লাশ সোমবার ফারাক্কার ফিডার খালের নিশিন্দ্রা ঘাটের কাছে পাওয়া গেছে।

প্রতীকী ছবি।প্রতীকী ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jan 2024,
  • अपडेटेड 9:39 AM IST
  • মোবাইলের পাসওয়ার্ড নিয়ে বচসা তারপর হাতাহাতির জেরে খুন হয়ে গেল ক্লাস টেনের এক পড়ুয়া।
  • অভিযোগ ওই পড়ুয়ার বন্ধুদের ওপর।

মোবাইলের পাসওয়ার্ড নিয়ে বচসা তারপর হাতাহাতির জেরে খুন হয়ে গেলেন ক্লাস টেনের এক পড়ুয়া। অভিযোগ ওই পড়ুয়ার বন্ধুদের ওপর। ঘটনা মুর্শিদাবাদ জেলার। পুলিশ জানিয়েছে, ৮ জানুয়ারি থেকে নিখোঁজ ১৮ বছর বয়সী পাপাই দাসের লাশ সোমবার ফারাক্কার ফিডার খালের নিশিন্দ্রা ঘাটের কাছে পাওয়া গেছে।

ক্লাস টেনের ছাত্র পাপাইয়ের সঙ্গে একটি অনলাইন মোবাইল গেমের পাসওয়ার্ড শেয়ার করা নিয়ে বন্ধুদের সঙ্গে বিরোধ হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। তাঁরই ৪ বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ফারাক্কা ব্যারেজের কাছে এই পাঁচজন অনলাইন গেম খেলত। ৮ জানুয়ারি সন্ধ্যায় পাপাই বাইরে গেলেও ফেরেননি। ৯ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়।

লাশ পোড়ানোর চেষ্টা করা হয়েছিল বলেও পুলিশ জানিয়েছে। এক অফিসার জানিয়েছেন, 'প্রাথমিক তদন্তের ভিত্তিতে আমরা জানতে পেরেছি মৃত তাঁর বন্ধুদের সঙ্গে অনলাইন মোবাইল গেম খেলার জন্য পাসওয়ার্ড শেয়ার করতে অস্বীকার করেছিল, যার জেরে ঝগড়া হয় এবং তাঁকে খুন করা হয়। শুধু তাই নয়, খুনের পর চার বন্ধু বাইক থেকে পেট্রোল বের করে নিহতকে পুড়িয়ে মারার চেষ্টাও করা হয়।

খুনের পর আংশিক দগ্ধ লাশ ফারাক্কা ফিডারের নিশিন্দ্রা ঘাটে ফেলে নিজ বাড়িতে পালিয়ে যায় অভিযুক্তরা। পুলিশ মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের মাধ্যমে ওই ছাত্রর খোঁজ পায়। নিহত ছাত্রের মা গায়ের ট্যাটু থেকে ছেলের দেহ শনাক্ত করেন। পুলিশ আরও জানিয়েছে যে, মৃত ছাত্র এই অনলাইন গেমটিতে আসক্ত ছিলেন। যে কারণে পরীক্ষায় পর্যন্ত বসেননি তিনি। 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement