Advertisement

SSC Tainted Teacher: মা উপ পৌরপ্রধান, মেয়ের নাম দাগি শিক্ষকের তালিকায়; পড়ল পোস্টার

ইতিমধ্যেই একাধিক জায়গায় একাধিক তৃণমূল নেতানেত্রীদের ছেলেমেয়ে বা ঘনিষ্ঠদের নাম রয়েছে SSC-র প্রকাশিত দাগি শিক্ষকদের তালিকায়। সেই তালিকায় নাম রয়েছে নিউ ব্যারাকপুর পৌরসভার উপ-পৌরপ্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসেরও। 

 নিউ ব্যারাকপুর পৌরসভার উপ-পৌরপ্রধান স্বপ্না বিশ্বাস নিউ ব্যারাকপুর পৌরসভার উপ-পৌরপ্রধান স্বপ্না বিশ্বাস
স্বপন কুমার মুখার্জি
  • নিউ ব্য়ারাকপুর,
  • 02 Sep 2025,
  • अपडेटेड 6:16 PM IST

ইতিমধ্যেই একাধিক জায়গায় একাধিক তৃণমূল নেতানেত্রীদের ছেলেমেয়ে বা ঘনিষ্ঠদের নাম রয়েছে SSC-র প্রকাশিত দাগি শিক্ষকদের তালিকায়। সেই তালিকায় নাম রয়েছে নিউ ব্যারাকপুর পৌরসভার উপ-পৌরপ্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসেরও। 

উপ-পৌর প্রধান স্বপ্না বিশ্বাস জানান, স্বচ্ছতার সঙ্গেই তাঁর মেয়ে পড়াশোনা করেছে। মেয়ের বিয়ে হয়েছে ২০১২ সালে। তিনি ভাইস চেয়ারম্যান হয়েছেন ২০২২ সালে। তাঁর মেয়ে যোগ্য হিসেবেই চাকরি পেয়েছেন। তবে আদালতের উপর ভরসা রাখছেন তিনি। 

তাঁর মতে, "অনেকেরই তো চাকরি গিয়েছে। কিন্তু যেহেতু আমরা তৃণমূল করি তাই আমাদেরকে ফলাও করে দেখানো হচ্ছে। SSC-র এই তালিকা প্রকাশে আমাদেরই মান-সম্মান নষ্ট হচ্ছে দাবি উপ-পৌরপ্রধান স্বপ্না বিশ্বাসের। তিনি বলেন, "আদালতের উপর ভরসা আছে, সঠিক বিচার হবে।"

যদি এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিউ ব্যারাকপুর এলাকা জুড়ে উপ-পৌরপ্রধানের পদত্যাগ চেয়ে পোস্টার দিয়েছে বিজেপি। SSC-র প্রকাশিত তালিকায় উপ-পৌরপ্রধানের মেয়ের নাম থাকায় একযোগে শাসকদলকে আক্রমণ করেছে বাম- বিজেপি শিবির।

Read more!
Advertisement
Advertisement