
Haryana Minor Gang Rape: হরিয়ানার নুহ জেলায় চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। গ্রামেরই তিন যুবকের বিরুদ্ধে ১৭ বছরের এক কিশোরীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার পুলিশ ঘটনার কথা জানায়। অভিযুক্তদের ধরতে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তিন যুবক কিশোরীকে জোর করে গ্রামের কাছের মাঠে নিয়ে যায়। সেখানেই রাতভর তাঁকে নির্যাতন করা হয় বলে অভিযোগ। দীর্ঘদিন ধরেই তাঁকে ভয় দেখানো হচ্ছিল বলেও তদন্তে উঠে এসেছে।
তদন্তে জানা যায়, কয়েক মাস আগে ওই কিশোরীর উপর প্রথমবার অত্যাচার চালিয়ে তার ভিডিও রেকর্ড করে অভিযুক্তরা। সেই ভিডিও দেখিয়ে তাঁকে নিয়মিত ব্ল্যাকমেল করা হচ্ছিল। এমনকি, সারাক্ষণ যোগাযোগ রাখার জন্য একটি মোবাইল ফোনও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ভিডিও প্রকাশ্যে আনার হুমকিতে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন কিশোরী।
শুক্রবার রাতে ফের হুমকি দিয়ে তাঁকে বাড়ি থেকে ডেকে নেয় অভিযুক্তরা। একটি টিউবওয়েলের কাছে আটকে রেখে সারারাত ধরে পালা করে নির্যাতন করা হয় বলে অভিযোগ। শনিবার সকাল প্রায় ১১টা নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয়। যাওয়ার আগে ফের অপহরণ ও খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ।
এই ঘটনায় কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে শনিবারই সদর তাওডু থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, দু’টি বিশেষ তদন্তকারী দল গঠন করে অভিযুক্তদের ধরতে লাগাতার অভিযান চলছে। শীঘ্রই গ্রেপ্তার সম্ভব বলে দাবি তদন্তকারীদের।
ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছে নির্যাতিতা কিশোরী। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পরিচিত হওয়ায় দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে তাঁকে চুপ করিয়ে রাখা হয়েছিল। গোটা ঘটনার তদন্ত চলছে।