Advertisement

Balasore FM College: যৌন হেনস্থার অভিযোগ ওড়িশার কলেজের HoD-র বিরুদ্ধে, রাগে হতাশায় গায়ে আগুন লাগানো ছাত্রীর মৃত্যু

ওড়িশার বালাসোরের ফকির মোহন অটোনোমাস কলেজের আত্মঘাতী তরুণীর মৃত্যু। মঙ্গলবার  ২০ বছর বয়সী এই ছাত্রীর ভুবনেশ্বর এইমস হাসপাতালে মৃত্যু হয়। চলতি মাসের শুরুতে ওই ছাত্রী তাঁর বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। কলেজ প্রশাসন কোনও পদক্ষেপ না নেওয়ায় হতাশ হয়ে ওই ছাত্রী ক্যাম্পাসে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।

ওড়িশা কলেজে গায়ে আগুন লাগানো ছাত্রীর মৃত্যুওড়িশা কলেজে গায়ে আগুন লাগানো ছাত্রীর মৃত্যু
Aajtak Bangla
  • ভুবনেশ্বর,
  • 15 Jul 2025,
  • अपडेटेड 7:54 AM IST

ওড়িশার বালাসোরের ফকির মোহন অটোনোমাস কলেজের আত্মঘাতী তরুণীর মৃত্যু। মঙ্গলবার  ২০ বছর বয়সী এই ছাত্রীর ভুবনেশ্বর এইমস হাসপাতালে মৃত্যু হয়। চলতি মাসের শুরুতে ওই ছাত্রী তাঁর বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। কলেজ প্রশাসন কোনও পদক্ষেপ না নেওয়ায় হতাশ হয়ে ওই ছাত্রী ক্যাম্পাসে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। তরুণীর শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। তাঁকে প্রথমে বালাসোর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১২ জুলাই তাঁকে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে স্থানান্তর করা হয়।

এইমস ভুবনেশ্বর এক বিবৃতিতে জানিয়েছে, 'তাঁকে বার্নস সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। রোগীকে আইভি লিক্যুইড, আইভি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। একটি নল লাগিয়ে হুঁশ ফেরানো হয়। মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছিল।' বার্নস আইসিইউতে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি সহ সম্ভাব্য সকল চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও, তাঁকে বাঁচানো যায়নি। শেষে ১৪ জুলাই রাত ১১টা ৪৬ মিনিটে তাঁকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। 

কী কারণে গায়ে আগুন লাগালেন ছাত্রী?
২০ বছর বয়সী এই ছাত্রী তাঁর কলেজের বিভাগীয় প্রধানের (HoD) বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। দীর্ঘ সময় ধরে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগে আত্মহত্যা করেন তরুণী এমনটাই অভিযোগ। কলেজ প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা এবং অধ্যক্ষের কাছ থেকে সাহায্য চাওয়া সত্ত্বেও, তাঁর আবেদন কেউ কানে তোলেনি। এর ফলে হতাশ হয়ে যান ছাত্রী। এরপরই এই মারাত্মক পদক্ষেপ নেয় ছাত্রী। ইতিমধ্যে, ওড়িশা পুলিশ অভিযুক্ত সমীর সাহু এবং ফকির মোহন কলেজের বরখাস্ত অধ্যক্ষ দিলীপ ঘোষকে গ্রেফতার করেছে। আদালত তাদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধরা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং কলেজ প্রশাসনের কাছ থেকে জবাবদিহির দাবি জানাচ্ছে।

Read more!
Advertisement
Advertisement