Advertisement

Sodepur Suicide: ছেলে-বউমা খেতে দিত না-মারধর করত? 'অপমানে' সোদপুরের বৃদ্ধ আত্মঘাতী

ছেলে ও বউমার অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা অশীতিপর বৃদ্ধের। বুধবার উত্তর ২৪ পরগনার সোদপুরের এলএমবি রোডে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনায় বৃদ্ধের অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে পুলিশ। ওই বৃদ্ধের বয়স ছিল ৮৫ বছর। বৃদ্ধের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • সোদপুর,
  • 22 Jan 2025,
  • अपडेटेड 2:54 PM IST

ছেলে ও বউমার অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা অশীতিপর বৃদ্ধের। বুধবার উত্তর ২৪ পরগনার সোদপুরের এলএমবি রোডে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনায় বৃদ্ধের অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে পুলিশ। ওই বৃদ্ধের বয়স ছিল ৮৫ বছর। বৃদ্ধের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা।

প্রথমে অভিযুক্ত ছেলেকে আটক করা হলেও, পরে গ্রেফতার করেছে পুলিশ৷ আত্মঘাতী ওই বৃদ্ধের নাম বীরেন দেব বলে জানা গেছে৷ বীরেনবাবুর স্ত্রী আগেই মারা গেছেন। বাড়িতে ছেলে এবং বউমার সঙ্গে তিনি থাকতেন৷ এলাকাবাসীর অভিযোগ, অশীতিপর বৃদ্ধকে নিয়মিত মারধর করত ছেলে সজল দেব। শুধু তাই নয় দিনভর অপমান লাঞ্ছনা করতেন ছেলে ও ছেলের বউ৷ মাঝেমধ্যেই খেতে পর্যন্ত দিতেন না।

দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে শেষমেশ গলায় দড়ি দেন ওই বৃদ্ধ। মঙ্গলবার রাচে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ৷ ছেলে সজল এবং পুত্রবধূকে ঘেরাও করে রখেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দা থানার পুলিশ৷

ঘটনায় আটক করা হলেও ময়নাতদন্তের রিপোর্টের পর অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে পুলিশ। তিনি এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা যায়। তাঁর কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী।

Read more!
Advertisement
Advertisement