Advertisement

ভুয়ো IAS দেবাঞ্জনকাণ্ডে ফের অভিযান! বিরাটি থেকে ধৃত ১

ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের মামলায় ধৃত আরও এক। বুধবার বিরাটি থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম অশোক কুমার রায়। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হতে পারে। গত রবিবার দেবাঞ্জনের আনন্দপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছিল লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা। তার অফিসেও তল্লাশি চালান হয়। সেখানেই কিছু সংবাদপত্রের ক্লিপিংস উদ্ধার হয়েছে।

দেবাঞ্জন দেবদেবাঞ্জন দেব
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 01 Jul 2021,
  • अपडेटेड 8:05 AM IST
  • ভুয়ো IAS দেবাঞ্জনকাণ্ডে ফের অভিযান
  • বিরাটি থেকে ধৃত ১
  • ধৃতের নাম অশোক কুমার রায়

ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের মামলায় ধৃত আরও এক। বুধবার বিরাটি থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম অশোক কুমার রায়। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হতে পারে। গত রবিবার দেবাঞ্জনের আনন্দপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছিল লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা। তার অফিসেও তল্লাশি চালান হয়। সেখানেই কিছু সংবাদপত্রের ক্লিপিংস উদ্ধার হয়েছে। যেখানে 'ভেজাল পেট্রোল' ধরতে পুর আধিকারিক হিসাবে দেবাঞ্জনের রেড করার খবর প্রকাশিত হয়েছে। জানা যাচ্ছে  তিনি একটি নির্বাচনও পরিচালনা করেন, যেখানে তার কর্মীরা ভোট দিয়েছিলেন। তিনি ভোটে নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন এবং সেই সংবাদটিও খবরের কাকজে প্রকাশিত হয়েছিল, যেখানে পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশন নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন বলে উল্লেখ করা হয়। সেই সংক্রান্ত মামলায় অশোক কুমার রায়কে গ্রেফতার করা হয়।

সোমবার রাতে দেবাঞ্জন কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ। কাঞ্চন দেব নামে ৩৭ বছরের এক ব্যক্তিকে নাকতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। অপর ব্যক্তিকে কৃষ্ণদাস রোড থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম শরৎ পাত্র। ধৃতদের মধ্যে শরৎ স্বাস্থ্যকর্মী হিসেবে কসবার শিবিরে টিকা দিয়েছিলেন বলে অভিযোগ। অন্যদিকে কাঞ্চন দেব দেবাঞ্জনের আত্মীয় বলেই জানা যাচ্ছে। সে ৩ বছর ধরে দেবাঞ্জনের সঙ্গে কাজ করছিল বলে জানা গিয়েছে।

 ইতিমধ্যেই দেবাঞ্জন-সহ আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেবাঞ্জনের  খুড়তুতো ভাই  কাঞ্চন পুরসভায় প্রশাসিক অফিসার  হিসাবে কাজ করতেন। তিন বছর ধরে তিনি কাজ করে চলেছেন। ওই যুবকের দাবি, প্রতারণার বিষয়ে তিনি  কিছুই জানতেন না। যদিও তদন্তকারীদের দাবি, দেবাঞ্জনের জালিয়াতির সদস্য ছিলেন কাঞ্চনও। এমনকি দেবাঞ্জন নকল আইএএস তা জানতেন তিনি, এমনটাই অভিযোগ। দেবাঞ্জনকেও কাঞ্চন প্রতারিত করে বলে তদন্তে উঠে আসছে।  দেবাঞ্জনের আরেক সহযোগী শরৎ পাত্র তালতলা এরিয়ার এক চিকিৎসকের কর্মী হিসাবে কাজ করতেন। তবে বর্তমানে সেই চিকিৎসক আর জীবিত নেই। ধৃতদের ওই দিন রাতেই জেরার জন্য নিয়ে যাওয়া হয় লালবাজারে। 

Advertisement

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement