Advertisement

৫ কেজি গাঁজা সহ কোচবিহারের ঘোকসাডাঙায় দুই মহিলা গ্রেফতার

নির্বাচনে পুলিশি নজরদারিতে সামান্য় ঢিলেমির সুযোগ নিয়ে ফের কোচবিহারে সক্রিয় গাঁজা পাচার চক্র। রবিবার ফের গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার করল কোচবিহারের ঘোকসাডাঙা থানার পুলিশ।

গাঁজা সহ দুষ্কৃতী
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 18 Apr 2021,
  • अपडेटेड 11:46 PM IST
  • ফের সক্রিয় গাঁজা পাচারচক্র
  • পুলিশি সক্রিয়তায় গ্রেফতার ২
  • পাচারকারী দুই মহিলা

নির্বাচনে পুলিশি নজরদারিতে সামান্য় ঢিলেমির সুযোগ নিয়ে ফের কোচবিহারে সক্রিয় গাঁজা পাচার চক্র। রবিবার ফের গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার করল কোচবিহারের ঘোকসাডাঙা থানার পুলিশ। এছাড়া ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজা পাচারের অভিযোগে দুজন মহিলাকেও গ্রেফতার করে। তারাই ক্যারিয়ারের কাজ করত বলে জানা গিয়েছে। কোচবিহার-ফালাকাটা ৩১ নম্বর জাতীয় সড়কে আগে পাওয়া খবরের ভিত্তিতে আগে থেকেই আড়ি পেতে থেকে পুলিশ সাফল্য পেয়েছে বলে জানা গিয়েছে।

ধৃত দুই

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন কোচবিহার ফালাকাটা ৩১ নম্বর জাতীয় সড়কে ওঁত পেতে থাকে পুলিশ। এরপরই গাঁজা পাচারের আগেই ঘোকসাডাঙ্গা থানার ওসি দেবাশিষ রায়ের নেতৃত্বে পুলিশ প্রায় ৫ কেজি গাঁজা সমেত দুই মহিলাকে গ্রেফতার করে।পুলিশ জানিয়েছে, ধৃতরা হলো রত্না সরকার, রাধারানী সরকার। ধৃতদের বাড়ি কোতোয়ালি থানার অন্তর্গত মাঘপালা এলাকায়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্তে পুলিশ। এ ধরণের অভিযান চলতে থাকবে বলে পুলিশ জানিয়েছে।

গাঁজা পাচার চক্র

কোচবিহারে গাঁজা চাষ ও পাচার একটা সময় তীব্র আকার নিয়েছিল। পুলিশি সক্রিয়তায় তা অনেকটাই নিয়ন্ত্রণে আসে। একের পর এক গাঁজার খেত পুড়িয়ে দেওয়া হয়। তবে বিধানসভা নির্বাচন চলে আসায় নির্বাচনী কাজকর্মে পুলিশের নিযুক্ত হওয়ার সুযোগ নিয়ে ফের একটা চক্রিয় নিজেদের আখের গুছিয়ে নিতে পথে নামে। পুলিশের কাছে খবর থাকলেও সুযোগ মিলছিল না। নির্বাচন শেষ হতেই ফের স্বমহিমায় পুলিশ।

 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement