Advertisement

Murder of Dogs: শিলিগুড়ি ও শান্তিনিকেতনে ১৬ কুকুর ছানাকে বিষ খাইয়ে ও পিটিয়ে খুন

রাতের অন্ধকারে ১৪টি পথ কুকুরের ছানাকে বিষ খাইয়ে মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের রানা বস্তি সংলগ্ন এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা সহ শহরের বিভিন্ন পশুসংগঠন। 

street dog, murder
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 26 Nov 2023,
  • अपडेटेड 3:56 PM IST
  • রাতের অন্ধকারে ১৪টি পথ কুকুরের ছানাকে বিষ খাইয়ে মারার অভিযোগ
  • ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের রানা বস্তি সংলগ্ন এলাকায়
  • ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

Murder of Dogs: রাতের অন্ধকারে ১৪টি পথ কুকুরের ছানাকে বিষ খাইয়ে মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের রানা বস্তি সংলগ্ন এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা সহ শহরের বিভিন্ন পশুসংগঠন। 

সূত্রের খবর অনুযায়ী, প্রতিদিনের মতো রাতের খাবার দিতে পৌঁছন স্থানীয় এক যুবক। কুকুরছানাগুলিকে খুঁজে না পাওয়ায় খোঁজাখুঁজি করতে শুরু করেন। তখনই ড্রেনের ভিতরে কুকুরগুলিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর পশুপ্রেমী সংগঠন এবং শিলিগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়। 

এরপর ঘটনাস্থলে পশুপ্রেমী সংগঠন পৌঁছয়। পুলিশ কর্মীরা পৌঁছলে তাদের সহযোগিতায় ড্রেন থেকে ১০টি কুকুরের ছানা উদ্ধার হয়। তবে আরও ৪টি কুকুর ছানা এখনও নিখোঁজ। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া কুকুরে ছানাগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পশু হাসপাতালে। 

অন্যদিকে, ৬টি কুকুর ছানাকে থেঁতলে মারার ঘটনা ঘটে শান্তিনিকেতনে। এ ঘটনায় ২ জনকে আটক করে শান্তিনিকেতন থানার পুলিশ। ঘটনাটি বোলপুর কৃষক বাজার এলাকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একই সঙ্গে সদ্যোজাত ৬টি কুকুরছানাকে নৃশংস ভাবে মেরে ফেলা হয়েছে। 

প্রসঙ্গত, ২০১৯ সালে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে ১৬টি কুকুরছানাকে পিটিয়ে মারার ঘটনা চাঞ্চল্য তৈরি করেছিল। সিসিটিভি ফুটেজের সেই ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। পশুপ্রেমীদের আন্দোলনেরে জেরে তদন্ত নামতে হয়েছিল লালবাজারকে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement