Advertisement

SHOCKING: নবদ্বীপ-কোচবিহার যাত্রীবোঝাই বাসে উঠল ওরা, তারপর শুরু হল ডাকাতি

SHOCKING: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে রানাঘাট থেকে কোচবিহার অভিমুখে একটি বেসরকারি বাস আসছিল। বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। সোমবার সকাল ১০টা নাগাদ পুণ্ডিবাড়ি ফালাকাটা জাতীয় সড়কের মাঝে ঘোকসাডাঙা রাইস মিল সংলগ্ন এলাকায় দুঃসাহসিক ঘটনাটি ঘটে।

নবদ্বীপ-কোচবিহার যাত্রীবোঝাই বাসে উঠল ওরা, তারপর শুরু হল ডাকাতিনবদ্বীপ-কোচবিহার বাসে চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতিনবদ্বীপ-কোচবিহার যাত্রীবোঝাই বাসে উঠল ওরা, তারপর শুরু হল ডাকাতিনবদ্বীপ-কোচবিহার বাসে চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি
Aajtak Bangla
  • কোচবিহার,
  • 01 Jul 2024,
  • अपडेटेड 3:56 PM IST

Dacoity At Nabadwip-Coachbehar Bus At Gun Point: চলন্ত বাস থামিয়ে দিনেদুপুরে ডাকাতি! তাও এই জমানায়? এমনই অভিযোগে উত্তাল হয়ে উঠেছে কোচবিহারের ঘোকসাডাঙা এলাকায়। একেবারে ফিল্মি কায়দায় নির্জন জায়গা থেকে চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতদের দায়ের আঘাতে জখম হয়েছেন সহকারী চালকও। ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতরা ভয় দেখাতে কয়েক রাউন্ড ব্ল্য়াঙ্ক ফায়ার করে বলে দাবি যাত্রী ও চালকদের। ঘটনার পিছনে কারা রয়েছে, তা জানতে দ্রুত তদন্ত শুরু করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তবে গুলি চালানোর কথা পুলিশ স্বীকার করেনি। 

ঘটনার খবর পেয়ে এলাকায় যান, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্যরা। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই ঘটনাস্থলে গিয়ে সকলের সঙ্গে কথা বলেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পার্থপ্রতিমবাবুও।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে রানাঘাট থেকে কোচবিহার অভিমুখে একটি বেসরকারি বাস আসছিল। বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। সোমবার সকাল ১০টা নাগাদ পুণ্ডিবাড়ি ফালাকাটা জাতীয় সড়কের মাঝে ঘোকসাডাঙা রাইস মিল সংলগ্ন এলাকায় দুঃসাহসিক ঘটনাটি ঘটে। ফিল্মি কায়দায় বাসচালক শীতল গোপের মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট শুরু করে দুষ্কৃতীরা। বাসের আরেক চালক অসিত পাল বাধা দিতে গেলে তাকে দা দিয়ে কোপ দেয়। 

আরও পড়ুন

এরপর যাত্রীদের বেশকিছু ব্যাগ নিয়ে মাত্র কয়েকটি মিনিটের মধ্যেই সেখান থেকে নেমে ছোট গাড়িতে করে পালিয়ে যায় তারা।গুরুতর জখম হয়েছেন অসিতবাবুকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসে উপস্থিত বাকি যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।

বাসযাত্রীদের অভিযোগ, দিনেদুপুরে এভাবে ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে তাঁরা আশঙ্কিত। ঘটনার পর থেকে জেলাজুড়ে জাতীয় সড়ক, রাজ্য সড়ক সহ বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement