Advertisement

Saif Ali Khan Big Update: সইফের বয়ান নিতে লীলাবতী পৌঁছল পুলিশ, ছত্তিশগড় থেকে সন্দেহভাজন গ্রেফতার

Saif Ali Khan Big Update: ১৬ জানুয়ারি সকালে, মুম্বাই পুলিশ দল সইফ আলি খানের বাড়ির শিশুদের ঘর থেকে হামলায় ব্যবহৃত ছুরির একটি অংশ উদ্ধার করেছিল। ছুরিটি ফরেনসিক পরীক্ষা ও আঙুলের ছাপের জন্য পাঠানো হয়েছে। থানা ও পুলিশ চৌকিতে লাগানো হয়েছে ওয়ান্টেড আসামিদের পোস্টার।

সইফের বয়ান নিতে লীলাবতী পৌঁছল পুলিশ, ছত্তিশগড় থেকে সন্দেহভাজন গ্রেফতারসইফের বয়ান নিতে লীলাবতী পৌঁছল পুলিশ, ছত্তিশগড় থেকে সন্দেহভাজন গ্রেফতার
Aajtak Bangla
  • মুম্বই,
  • 19 Jan 2025,
  • अपडेटेड 12:38 AM IST

Saif Ali Khan Big Update: বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার অভিযুক্তদের গ্রেফতার করতে বিভিন্ন রাজ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ধারাবাহিকতায়, শনিবার মুম্বই পুলিশ ছত্তিশগড়ের দুর্গ রেলওয়ে স্টেশনে একটি ট্রেন থেকে ৩১ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। এখানে, বান্দ্রা পুলিশের দল মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে পৌঁছেছে। সূত্রের খবর, চিকিৎসকদের সঙ্গে কথা বলে সাইফ আলি খানের বয়ান রেকর্ড করতে পারে পুলিশ।

আমরা আপনাকে জানিয়ে দিই, ১৬ জানুয়ারি সকালে, মুম্বাই পুলিশ দল সইফ আলি খানের বাড়ির শিশুদের ঘর থেকে হামলায় ব্যবহৃত ছুরির একটি অংশ উদ্ধার করেছিল। ছুরিটি ফরেনসিক পরীক্ষা ও আঙুলের ছাপের জন্য পাঠানো হয়েছে। থানা ও পুলিশ চৌকিতে লাগানো হয়েছে ওয়ান্টেড আসামিদের পোস্টার। করিনা কাপুর এবং কেয়ার টেকার উভয়কেই আক্রমণকারীর ছবি দেখানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আমরা কারিনা কাপুরের বয়ান রেকর্ড করেছি। মুম্বাই পুলিশ সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত জবানবন্দি আবার রেকর্ড করা হতে পারে।

একই সময়ে, ছত্তিশগড় থেকে ধরা সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের আরও কয়েকটি দল এই মামলায় কাজ করছে। ওয়ান্টেড আসামি কীভাবে সাইফের ফ্ল্যাটে প্রবেশ করেছিল তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। 

আরও পড়ুন

সাইফের অবস্থার উন্নতি হচ্ছে
সাইফ আলি খানের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুই-তিন দিনের মধ্যে ছাড়া হবে বলে আশা করা হচ্ছে। সইফ আলি খান আর আইসিইউতে নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার অবস্থার উন্নতি হচ্ছে। তিনি হাঁটাচলা করছেন এবং স্বাভাবিক খাবার খাচ্ছেন। লীলাবতী হাসপাতালের নিউরো সার্জন ডা.নীতিন ডাঙ্গে বলেছেন যে আমরা তার রিকভারির দিকে নজর রাখছি এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী তিনি খুব ভাল সাড়া দিচ্ছেন। আমরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছি এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করলে দুই থেকে তিন দিনের মধ্যে ছেড়ে দেব। ডাঙ্গে বলেন, সাইফ তিনটি আঘাত পেয়েছেন, দুটি হাতে এবং একটি ঘাড়ের ডান পাশে।আর সবচেয়ে বড় চোট ছিল পিঠে, যা ছিল মেরুদন্ডে। তিনি বলেন, চিকিৎসকরা তার পিঠ থেকে ধারালো বস্তু বের করে দিয়েছেন।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement