সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক, সৈকত দাস ওরফে পিকাই সহ তিনজন। গত বছর ১৫ এপ্রিল ঘটনাটা ঘটেছিল বলে অভিযোগ। এরপর থেকে প্রতিদিন প্রাণহানির হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় থানায় অভিযোগ জানানো হলেও এখনও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলে দাবি। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা মহিলা।
বিচারপতি জয় সেনগুপ্তের মামলা করার অনুমতি দেওয়া হয়। সুরক্ষা এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে।
গত বছর ১৬ মে সন্দেশখালি থানায় ধর্ষণের অভিযোগ করেন এক নির্যাতিতা। মহিলাকে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তবে অভিযোগের পরও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। উল্টে অভিযোগ তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। বুধবার মামলার শুনানি রয়েছে।
গত বছর ঠিক এই সময়ে সামনে এসেছিল সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের দুর্নীতি। তারপর থেকেই শিরোনামে সন্দেশখালি। এরপর কম জল গড়ায়নি। শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা একে একে গ্রেফতারও হন। সন্দেশখালিতে বছরের পর বছর মহিলাদের উপর নির্যাতন করা হত বলে অভিযোগে ও ক্ষোভে ফেটে পড়েছিলেন এলাকার মহিলারা। যদিও ব্যাক্তিগতভাবে কেউ সেই অভিযোগ নিয়ে এতদিন আদালতের দ্বারস্থ হননি।