ভাড়ায় ক্যাব বুক করে চালককে পাহাড়ে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন! দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আর কে পুরম টিম এমনই এক ভয়াবহ সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম অজয় লাম্বা। তাকে দিল্লির ইন্ডিয়া গেট এলাকা থেকে ধরা হয়েছে। এই খুনের চক্রে আরও তিন সহযোগী ছিল তার। যার মধ্যে ধীরেন্দ্র ও দিলীপ পান্ডে ইতিমধ্যেই গ্রেপ্তার, এবং ধীরজ নামে এক অভিযুক্ত এখনও পলাতক।
কীভাবে চলত খুনের খেলা?
অজয় ও তার গ্যাং প্রথমে ভাড়ায় ক্যাব বুক করত, চালককে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে উত্তরাখণ্ডের বিভিন্ন পাহাড়ি এলাকায় যেত। পথে কোনও সুযোগ বুঝে চালককে নেশাদ্রব্য খাইয়ে অজ্ঞান করে দেওয়া হত। তারপর তাকে শ্বাসরোধ করে খুন করে দেহ ফেলে দেওয়া হত গভীর খাদে। যাতে দেহ উদ্ধারই না হয়। খুনের পরে সেই ক্যাব নেপালে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হত মোটা দামে।
চারটি খুনের প্রমাণ মিলেছে, আরও অনেকের সন্দেহ
পুলিশ এখনও পর্যন্ত চারজন ক্যাব চালককে খুন করার প্রমাণ পেয়েছে, যদিও মাত্র একজনের দেহ উদ্ধার হয়েছে। বাকি তিনজনের খোঁজ মেলেনি। তদন্তকারীদের সন্দেহ, বহু নিখোঁজ ক্যাব চালক এই চক্রের হাতেই খুন হয়েছে।
অজয়ের অতীতও ভয়াবহ
অজয় লম্বা প্রায় ১০ বছর নেপালে আত্মগোপনে ছিল। সেখানকার এক মহিলাকে বিয়েও করে সে। এর আগেও মাদক পাচার ও ডাকাতির অপরাধে সে জেল খেটেছে।
চক্রের নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে বহু রাজ্যে ও দেশের গণ্ডি পেরিয়ে
দিল্লি, উত্তরাখণ্ড থেকে শুরু করে নেপাল পর্যন্ত ছড়িয়ে থাকা এই অপরাধচক্র এখন দিল্লি পুলিশের নজরে। মূলত টার্গেট করা হত একা ক্যাব চালকদের, যাঁদের খোঁজ নিতে কেউ থাকত না। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।