Advertisement

South 24 Pargana: বীভৎস! ভাঙড়ে পুলিশকে মার, কামড়ে খুবলে নেওয়া হল মাংস

অবৈধ নির্মাণ বন্ধ করতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ঘটনাটি ঘটেছে। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার দক্ষিণ বামুনিয়া এলাকায়। পুলিশ জানিয়েছে আহত দুই পুলিশকর্মী এসআই মনজুর আলম মণ্ডল এবং কনস্টেবল রবি রায়।

অবৈধ নির্মাণ বন্ধ করায় পুলিশকে মারঅবৈধ নির্মাণ বন্ধ করায় পুলিশকে মার
স্বপন কুমার মুখার্জি
  • ভাঙড় ,
  • 25 Oct 2025,
  • अपडेटेड 6:09 PM IST

অবৈধ নির্মাণ বন্ধ করতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ঘটনাটি ঘটেছে। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার দক্ষিণ বামুনিয়া এলাকায়। পুলিশ জানিয়েছে আহত দুই পুলিশকর্মী এসআই মনজুর আলম মণ্ডল এবং কনস্টেবল রবি রায়।
  
জানা গিয়েছে, ওই এলাকায় সরকারি রাস্তার ধারের জমি বেআইনিভাবে জবরদখল করে অবৈধ নির্মাণ করার অভিযোগ তোলেন স্থানীয় গ্রামবাসীরা। এমন কি তাঁরা এই নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে পুলিশ বেআইনি নির্মাণ বন্ধ করতে গেলে কয়েকজন মহিলা কনস্টেবল রবি রায়কে হাতে কামড়ে দেন।  কামড়ে মাংস খুবলে নেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের দিকে তেড়ে আসেন তারা। বেশ খানিকক্ষণ বচসা হয়।

গুরুতর জখম রবি রায়কে বাঁচাতে গেলে লাঠি, বাঁশ দিয়ে মারধর করা হয় এসআই মনজুর আলম মণ্ডলকে। পরে বিরাট পুলিশ বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়েছে।

সহকর্মীকে বাঁচাতে গিয়ে বাকিরাও আহত হন বলে অভিযোগ। তদন্ত শুরু হয়েছে।
 

TAGS:
Read more!
Advertisement
Advertisement