
বিজেপির সোশ্যাল মিডিয়ার কনভেনারকে নৃশংসভাবে খুন। শুক্রবার গভীর রাতে দেহটি উদ্ধার হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর লোকসভার ঘটনা। উস্তি থানার দ্বীপের মোড়ের কাছে বিজেপির দলীয় কার্যালয় থেকে পৃথ্বীরাজ নস্করের (৩৩) ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। কার্যালয়ের বাইরে তালা মারা, ভিতর থেকে উদ্ধার হয় নিথর দেহ। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা যায়, গত পাঁচদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। কোনও খোঁজ না পাওয়ায় গত ৭ তারিখ সন্ধেয় উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করে পুলিশ। তারপরই খোঁজ শুরু হয়। চালু ছিল পৃথ্বীরাজের ফোন। ছেলে দলীয় কার্যালয়ে আছে কিনা খোঁজ করতে পরিবারের সদস্যরা পার্টি অফিসের জানলা দিয়ে কাপড়ে কিছু জড়ানো অবস্থায় আছে দেখতে পায়। তারপর পুলিশে খবর দেয়।
শুক্রবার রাত ১টা নাগাদ তালা বন্ধ পার্টি অফিসের ভিতর থেকে বিজেপি নেতার রক্তাক্ত দেহ উদ্ধার করে। দেহে সাদা কাপড়ে জড়ানো ছিল। সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে পৃথ্বীরাজের বাড়ি কাছেই। ফলে কী কারণে, কেন খুন। কারা খুন করল তা তদন্ত করছএ পুলিশ।
সূত্রের খবর, এই কেন্দ্রের বিজেপির পরাজিত প্রার্থী অশোক পুরকাইত পৃথ্বীরাজের সঙ্গেই থাকতেন। তখন থেকেই শাসক দল তৃণমূলের টার্গেট করেছিল বলে পরিবারের দাবি। পরিবারের অভিযোগ, পরিকল্পনা করেই পৃথ্বীরাজকে খুন করা হয়েছে।