Advertisement

বাজি ফাটানোর প্রতিবাদ, বারুইপুরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে ব্লেড চালালো দুষ্কৃতীরা

রাস্তায় বাজি ফাটাচ্ছিল একদল যুবক। বাজির প্রচণ্ড শব্দে পড়াশোনার অসুবিধা হচ্ছিল মল্লিকপুরের বাসিন্দা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী গুফরান গাজি ওরফে আফজল গাজির। তাই বাজি ফাটানোর প্রতিবাদ করে সে। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
প্রসেনজিৎ সাহা
  • বারুইপুর,
  • 20 Mar 2022,
  • अपडेटेड 9:08 AM IST
  • আক্রান্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
  • দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনা
  • ২ জনকে গ্রেফতার পুলিশের

বাজি ফাটানোর প্রতিবাদ করায় আক্রান্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থীর পিঠে ব্লেড দিয়ে আঘাত করা হয়। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুরে। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ। 

জানা গিয়েছে, রাস্তায় বাজি ফাটাচ্ছিল একদল যুবক। বাজির প্রচণ্ড শব্দে পড়াশোনার অসুবিধা হচ্ছিল মল্লিকপুরের বাসিন্দা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী গুফরান গাজি ওরফে আফজল গাজির। তাই বাজি ফাটানোর প্রতিবাদ করে সে। 

যার জেরে ওই যুবকদের সঙ্গে বচসা শুরু হয় গুফরান গাজির। অভিযোগ, এরপর আচমকাই গুফরানের পিঠে ব্লেড চালায় ওই যুবকরা। আকস্মিক এই আক্রমণে হতচকিত হয়ে যায় ওই উচ্চমাধ্যমিত পরীক্ষার্থী। 

আরও পড়ুন

বিষয়টি জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ দায়ের করা হয় বারুইপুর থানায়। অভিযোগের ভিত্তিতে মল্লিকপুর ক্যাম্পের পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে যেভাবে বাজি ফাটানোর প্রতিবাদ করায় ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে আক্রান্ত হতে হল, তাতে আতঙ্কিত এলাকাবাসী। 
 

 

Read more!
Advertisement
Advertisement