Advertisement

টিটাগড়ে বোমা ফেটে জখম শিশু, পঞ্চায়েতের আগে ফের রক্তাক্ত শৈশব

বিস্ফোরণে আহত শিশুটির নাম মহম্মদ আফরোজ। বুধবার টিটাগড় পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কারবালা মাঠে বসে আগুন পোহাচ্ছিল সে। সেই সময় আচমকাই ঘটে যায় বিস্ফোরণ (Bomb Blast)। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রাই। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • টিটাগড়,
  • 08 Dec 2022,
  • अपडेटेड 12:41 PM IST
  • টিটাগড়ে বোমা বিস্ফোরণ
  • উদ্ধার তাজা বোমাও
  • এলাকায় আতঙ্ক

আবারও বিস্ফোরণ রাজ্যে। এবারেও রক্ত ঝরল শিশুর। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার টিটাগড় (Titagarh North 24 Parganas)। এলাকা থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

জানা গিয়েছে, বিস্ফোরণে আহত শিশুটির নাম মহম্মদ আফরোজ। বুধবার টিটাগড় পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কারবালা মাঠে বসে আগুন পোহাচ্ছিল সে। সেই সময় আচমকাই ঘটে যায় বিস্ফোরণ (Bomb Blast)। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রাই। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়।

এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করা হয়। মাঠের মধ্য়ে কে বা কারা বোমা রেখে গিয়েছিল সেই বিষয়ে খোঁজখবর শুরু করেছেন তদন্তকারী আধিকারিকেরা। এছাড়া খবর পেয়ে এলাকায় যান টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউও।

আরও পড়ুন

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মিলতে শুরু করেছে একের পর এক বিস্ফোরণের খবর। বিস্ফোরণের আঘাতে এর আগেও আক্রান্ত হয়েছে শিশুরা। বিগত কয়েকদিনের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বোমা ফেটে জখম হয় শিশু। মিনাখাঁতেও বোমা ফেটে মৃত্যু হয়েছে এক কিশোরীর। ব্যান্ডেলেও স্কুলের মাঠ থেকে মেলে বোমা। 

বসিরহাট বিস্ফোরণের আপডেট

অন্যদিকে, গত মঙ্গলবার বিস্ফোরণের ভয়াবহ শব্দে কেঁপে ওঠে বসিরহাটের (Basirhat) পিফা গ্রাম পঞ্চায়েতের রামনগর এলাকা। তাতে গুরুতর জখম হন সনিয়া বিবি নামে এক গৃহবধূ। আহত হয় রাকিবুল নামে ১১ বছরের এক বালকও। বর্তমানে উভয়েই বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আর সেই ঘটনাতেও উঠে আসতে থাকে বোমা বিস্ফোরণের তত্ত্ব। যদিও সেই তত্ত্ব পুরোপুরি খারিজ করে দিলেন সোনিয়া বিবি। হাসপাতালের বেডে শুয়ে ওই গৃহবধূ জানান, মঙ্গলবার দুপুরে বাড়িতে রান্না করছিলেন তিনি। সেই সময় হঠাৎই গ্যাস সিলেন্ডার ফেটে যায়। রাকিবুল রান্না ঘরে থাকায় জখম হয় সেও।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement