Advertisement

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে 'ধর্ষণ', দল থেকে বহিষ্কৃত রামপুরহাটের TMC কাউন্সিলর

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বীরভূম। রাজনৈতিক বিষয়ে হোক বা অন্য কোনও ঘটনা, মাঝেমধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসে এই জেলার নাম। কখনও কখনও তো সেই সমস্ত ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দেয় রাজ্যজুড়ে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
প্রীতম ব্যানার্জী
  • বীরভূম,
  • 31 Oct 2025,
  • अपडेटेड 6:57 PM IST

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বীরভূম। রাজনৈতিক বিষয়ে হোক বা অন্য কোনও ঘটনা, মাঝেমধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসে এই জেলার নাম। কখনও কখনও তো সেই সমস্ত ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দেয় রাজ্যজুড়ে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগে এবার বীরভূমে যা ঘটল, তা তো চমকে দেওয়ার মতো। তরুণীকে ধর্ষণের অভিযোগ রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রিয়নাথ সাউ ওরফে টিংকুর বিরুদ্ধে। 

বুধবার রাতে এক তরুণী রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে, প্রিয়নাথ সাউ বিবাহিত হয়েও নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এমনকী এর ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন ও এক সন্তানের জন্ম দেন বলে জানিয়েছেন ওই তরুণী। পরবর্তীতে এই বিষয়ে মুখ খুললে ওই কাউন্সিলর তরুণীকে খুনের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ।

এদিকে এই অভিযোগের পরেই রামপুরহাটের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের খবর পাওয়া মাত্রই দলের উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যে, তাঁকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হচ্ছে এবং সমস্ত পদ থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে।' এই ঘটনায় ইতিমধ্যেই রামপুরহাট জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছ। ঘটনার তদন্তে নেমেছে রামপুরহাট থানার পুলিশ।

Read more!
Advertisement
Advertisement