Advertisement

TMC Worker Death: তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ মুর্শিদাবাদে, নদীর বাঁধে উদ্ধার দেহ

তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ভরতপুরে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। নিহত তৃণমূল কর্মীর নাম ষষ্ঠী ঘোষ (৫৫)।  তাঁর বাড়ি ভরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েত এলাকার সেহালাই গ্রামে।

প্রতীকী চিত্র।প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jul 2025,
  • अपडेटेड 11:36 AM IST
  • তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ভরতপুরে।
  • ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।
  • নিহত তৃণমূল কর্মীর নাম ষষ্ঠী ঘোষ (৫৫)।

তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ভরতপুরে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। নিহত তৃণমূল কর্মীর নাম ষষ্ঠী ঘোষ (৫৫)।  তাঁর বাড়ি ভরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েত এলাকার সেহালাই গ্রামে।

জানা গিয়েছে, বুধবার রাত আটটা নাগাদ শুনিয়া গ্রামের কাছে কুয়ে নদীর বাঁধের ধার থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের স্ত্রী শ্যামলী ঘোষ জানান, বুধবার বিকেল চারটে নাগাদ ষষ্ঠি মাঠের কাজের জন্য শ্রমিক দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর রাত আটটা নাগাদ তাঁদের কাছে খবর আসে যে, বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে কুয়ে নদীর বাঁধের ধারে তাঁর মৃতদেহ পড়ে রয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভরতপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠি এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। মৃতের জামাই ভীমদেব পালের দাবি, এর আগেও তাঁকে কয়েকবার খুনের চেষ্টা করা হয়েছিল। যদিও এই খুনের নেপথ্যে প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ভরতপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে।

অন্য দিকে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপোকে খুনের অভিযোগ উঠেছে। সূত্রের খবর, মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইপোকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। বাড়ির কাছে একটি মাঠ থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 
 

Read more!
Advertisement
Advertisement