Advertisement

Alipurduar Murder: বাবার রহস্যজনকভাবে মৃত্যু, মায়ের দ্বিতীয় স্বামীকে কুপিয়ে খুন যুবকের, আলিপুরদুয়ারে চাঞ্চল্য়

Alipurduar Murder: বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চা বাগানের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেলে জগদীশ ধানোয়ার নামের এক ব‍্যক্তিকে তলোয়ার দিয়ে নৃশংস ভাবে খুন করে এলাকারই এক যুবক। ঘটনায় আতঙ্কের পরিবেশ। পুলিশ অভিযুক্তকে অবশ্য গ্রেফতার করেছে।

বাবার রহস্যজনকভাবে মৃত্যু, মায়ের দ্বিতীয় স্বামীকে কুপিয়ে খুন যুবকেরবাবার রহস্যজনকভাবে মৃত্যু, মায়ের দ্বিতীয় স্বামীকে কুপিয়ে খুন যুবকের
Aajtak Bangla
  • আলিপুরদুয়ার,
  • 13 May 2023,
  • अपडेटेड 4:11 PM IST
  • বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে
  • মায়ের দ্বিতীয় স্বামীকে কুপিয়ে খুন
  • আলিপুরদুয়ারে চাঞ্চল্য়

Alipurduar Murder: যেন সত্তর-আশি দশকের বলিউডি হিট ফর্মুলা সিনেমার প্লট। যেখানে ছোটবেলা বাবা-মাকে খুনের বদলা নিতে ছেলে বড় হয়ে জবাব দিত। এমনই ঘটনা ঘটল ডুয়ার্সের আলিপুরদুয়ারের বীরপাড়ায়। তবে বড় হওয়ার জন্য এখানে দীর্ঘ অপেক্ষা করতে হয়নি. চার বছরের মধ্যেই বাবার মৃত্যুর প্রতিশোধ নিল ছেলে।

বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চা বাগানের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেলে জগদীশ ধানোয়ার নামের এক ব‍্যক্তিকে তলোয়ার দিয়ে নৃশংস ভাবে খুন করে এলাকারই এক যুবক। ঘটনায় আতঙ্কের পরিবেশ। পুলিশ অভিযুক্তকে অবশ্য গ্রেফতার করেছে।

আরও পড়ুন

শুক্রবার বিকেলে বীরপাড়া চা বাগানের বোধিবাড়ি লাইন এলাকার বাসিন্দা জগদীশ ধানোয়ার তাঁর বাড়ির সামনেই বসেছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সে সময় এলাকারই এক যুবক রুবেন মুণ্ডা খোলা তলোয়ার নিয়ে হাজির হন তাঁর সামনে। কিছু বুঝে ওঠার আগেই যুবক নাকি জগদীশের উপর চড়াও হন। এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় জগদীশের। বীরপাড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। ইতিমধ্যেই অভিযুক্ত রুবেন মুণ্ডাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, চার বছর আগে রুবেন মুণ্ডার বাবার মৃত্যু হয়। রুবেন মুণ্ডার সৎমাকে বিয়ে করেছিলেন প্রয়াত জগদীশ। রুবেন মুণ্ডা মনে করতেন, তাঁর বাবার মৃত্যুর জন‍্য জগদীশ দায়ী। সেই থেকেই জগদীশের উপর ক্ষোভ ছিল রুবেন মুণ্ডার।  এর আগেও একাধিকবার এই নিয়ে তদের মধ্য়ে বাদানুবাদও হয়। সম্ভবত প্রতিশোধ নিতেই এই কাণ্ড রুবেনের বলে সন্দেহ পুলিশের।

 

Read more!
Advertisement
Advertisement