Advertisement

থানার কাছেই চুরি অভিনেতা সাহেব ভট্টাচার্যের মানিব্যাগ, প্রশ্নের মুখে পুলিশ

রবিবার সাতসকালে লক করা গাড়ি থেকে চুরি গেল টলিউড অভিনেতা সাহেব ভট্টাচার্যের (Saheb Bhattacharya) মানিব্যাগ। ভবানীপুর থানা (Bhabanipur Police Station) থেকে ঢিলছোড়া দূরত্বে জিমের বাইরে অভিনেতার গাড়ি পার্ক করা ছিল। গাড়ির ভিতরে রাখা ছিল মানিব্যাগ। তাতে ৩ হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ডের মত গুরুত্বপূর্ণ আইডেন্টি কার্ডও রাখা ছিল বলে অভিনেতার দাবি।

টলিউড অভিনেতা সাহেব ভট্টাচার্যটলিউড অভিনেতা সাহেব ভট্টাচার্য
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 07 Nov 2021,
  • अपडेटेड 3:59 PM IST
  • রবিবার সাতসকালে চুরি গেল টলিউড অভিনেতা সাহেব ভট্টাচার্যের মানিব্যাগ
  • গাড়ির ভিতরে রাখা ছিল মানিব্যাগ
  • তাতে ৩ হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ডের মত গুরুত্বপূর্ণ আইডেন্টি কার্ডও রাখা ছিল

রবিবার সাতসকালে লক করা গাড়ি থেকে চুরি গেল টলিউড অভিনেতা সাহেব ভট্টাচার্যের (Saheb Bhattacharya) মানিব্যাগ (Wallet)। ভবানীপুর থানা (Bhabanipur Police Station) থেকে ঢিলছোড়া দূরত্বে জিমের বাইরে অভিনেতার গাড়ি পার্ক করা ছিল। গাড়ির ভিতরে রাখা ছিল মানিব্যাগ। তাতে ৩ হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ডের মত গুরুত্বপূর্ণ আইডেন্টি কার্ডও রাখা ছিল, বলে অভিনেতার দাবি।

ভবানীপুরে ওই জিমের ১০০ মিটার দূরত্বেই থানা। সাহেবের অভিযোগ,"ভবানীপুর থানার কাছেই একটি জিমের বাইরে নিজের গাড়ি পার্ক করে শরীরচর্চার জন্য তিনি ভেতরে ঢোকেন। ঘণ্টা দুয়েক পর বাইরে বেরিয়ে গাড়ির দরজা খুলে দেখেন, ভিতর থেকে উধাও হয়ে গিয়েছে নিজের মানিব্যাগ।

অভিনেতার আরও দাবি, সেই সময় তাঁর মানিব্যাগের ভিতরে প্রায় হাজার তিন হাজার টাকা সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি ছিল। তবে তার গাড়ির দরজার লক ভাঙা হয়েছিল কিনা সে বিষয়ে নিশ্চিত নন অভিনেতা। গাড়ির কাঁচ ভাঙা পাননি তিনি। ভবানীপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দিনের আলোয় কীভাবে গাড়ির দরজা খুলে ওয়ালেট চুরি হয়ে গেল, তা ভেবেই কিনারা পাচ্ছেন না সাহেব।

আরও পড়ুন

তাঁর আরও বক্তব্য, করোনা মহামারীর পরবর্তী পরিস্থিতিতে যেভাবে কর্মসংস্থান কমে যাচ্ছে তাতে অর্থসংকট বাড়ছে। যার জেরে চুরির ঘটনা ঘটছে।

এই নিয়ে ভবানীপুর থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। 

Read more!
Advertisement
Advertisement