Shitalkuchi Firing On Police: ফের শিরোনামে কোচবিহারের শীতলকুচি। শীতলকুচিতে দুষ্কৃতী ধরতে গিয়ে পাল্টা হামলার মুখে পড়ে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। এরপরই পুলিশও গুলি চালায় বলে স্থানীয় সূত্রে খবর। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অভিযুক্ত পালিয়ে গিয়েছে। তবে পুলিশ বাড়ি ঘিরে রেখেছে।
জানা গিয়েছে, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের নগরনেপরা গ্রামে। ঘটনায় এক পুলিশ আধিকারিক জখম হয় বলে অভিযোগ। বুধবার রাতে পুলিশের কাছে খবর আসে, নাল মিয়াঁ নামে এক কুখ্যাত দুষ্কৃতী দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর বাড়িতে এসেছে। সেদিন রাতে থাকার কথা বলেও জানতে পেরেছে তারা। নালের বিরুদ্ধে গরুপাচার ও গুলি চালানো সহ একাধিক মামলা রয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টায় শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নাল মিয়াঁর বাড়ি ঘেরাও করে। পুলিশ দরজায় ধাক্কা মারতেই নাল মিয়াঁ ও তার এক সঙ্গী বাড়ির পেছনে প্রাচীর টপকে বের হয়। পুলিশের ঘেরাটপে পড়েছে বুঝতে পেরে এলপাথাড়ি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। শীতলকুচি থানার পুলিশও পালটা ছয় রাউন্ড গুলি চালায়। অন্ধকারে থাকায় নাল মিয়াঁ পালিয়ে যায়। পুলিশ তার স্ত্রী ও মেয়েকে আটক করে। রাত থেকেই নাল মিয়াঁর বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ।
এর আগে শীতলকুচি শিরোনামে উঠে এসেছিল গত বিধানসভা ভোটের সময়। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে একাধিক লোক প্রাণ হারায় বলে অভিযোগ ওঠে। তা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। এরপর ফের গতকালের ঘটনায় সামনে এসেছে এলাকার নাম।