Advertisement

Bangladeshi Arrested: খাস কলকাতায় থাকছিল ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী, ভুয়ো নথি-সহ পাকড়াও

এবার কলকাতায়। রাজ্যে ফের ধরা পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারী। বৃহস্পতিবার কলকাতার কলিন্স লেন থেকে ওই ব্যক্তিকে ধরা হয়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিককে ধরে পুলিশ।

কলিন স্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী।কলিন স্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Dec 2024,
  • अपडेटेड 11:55 AM IST

এবার কলকাতায়। রাজ্যে ফের ধরা পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারী। বৃহস্পতিবার কলকাতার কলিন্স লেন থেকে ওই ব্যক্তিকে ধরা হয়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিককে ধরে পুলিশ। জানা গিয়েছে, আদতে তিনি বাংলাদেশের নারাইলের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ভুয়ো নথি দিয়ে ভারতে থাকার অভিযোগ রয়েছে। 

পুলিশ সূত্রে খবর, ২০২৩ সাল থেকে খিদিরপুর এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকছিলেন তিনি। এক পুলিশ আধিকারিক জানালেন, উত্তর ২৪ পরগনার ঠিকানা দিয়ে ভুয়ো আধার কার্ড বানিয়েছিলেন। ছিল প্যান কার্ডও।

সম্প্রতি পার্কস্ট্রিট এলাকায় মার্কুইস স্ট্রিট থেকে এমনভাবেই এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। ভুয়ো পরিচয় দিয়ে বছরের পর বছর ধরে কলকাতায় দিব্যি বাস করছিলেন তিনি। 

তদন্তকারীরা জানিয়েছেন, কোথা থেকে এই অবৈধ অনুপ্রবেশকারীরা ভুয়ো নথি বানাচ্ছেন, সেটা খুঁজে বের করাই এখন মূল লক্ষ্য। এর জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জেরা করা হচ্ছে। সম্ভবত এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে। তাদের মাধ্যমেই তৈরি হচ্ছে ভারতে থাকার জন্য প্রয়োজনীয় ভুয়ো নথি। 

প্রসঙ্গত, এর আগে অসম পুলিশের এক অভিযানে পরপর ৮ জন বাংলাদেশি জঙ্গি ধরা পড়ে। এদের মধ্যে দু'জন মুর্শিদাবাদের। এরা প্রত্যেকেই বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ছিল। অসম পুলিশ সূত্রে খবর, ভারতে উগ্রবাদী চিন্তাধারা প্রচার এবং নতুন সদস্য নিয়োগের 'মিশনে' এসেছিল এই বাংলাদেশি জঙ্গিরা। ভারতে বড়সড় নাশকতারও ছক কষা হচ্ছিল। তবে পুলিশ-গোয়েন্দাদের তৎপরতায় সেই প্ল্যান বানচাল হয়ে যায়। বাংলা ও অসম ছাড়াও, কেরল থেকেও জঙ্গিদের পাকড়াও করা হয়েছিল।

Read more!
Advertisement
Advertisement