প্রেম ভালই এগোচ্ছিল যুগলের। মাখোমাখো সম্পর্কের জেরে প্রেমিকাকে দামী উপহারও দিয়েছিলেন প্রেমিক। সব কিছু ভালই এগোচ্ছিল। কিন্তু তাল কাটল প্রেমিকা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায়। পরিবারের আপত্তির কারণে প্রেমিকা আর সম্পর্কে আগ্রহী নন। কিন্তু সম্পর্কচ্ছেদে রাজি হননি প্রেমিক। শেষমেষ প্রেমিকা নাছোড় হওয়ায় তাঁর পিছনে করা এতদিনের খরচের টাকা ফেরত দিতে বলেছিলেন। তাতেই বিপত্তি। সেই টাকা দিতে না পারায় ছিনতাই করে ক্ষতিপূরণের চেষ্টা করে যুবক।
জানা গিয়েছে প্রেমে প্রত্যাখ্যাত হয়েই প্রেমিকার পিছনে খরচ বাবদ ২ লক্ষ টাকা দাবি করে ওই প্রেমিক। টাকা না পেয়ে অবশেষে প্রাক্তন প্রেমিকার মোবাইল-সহ ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় ওই যুবক। ব্যাগে যুবতীর পড়াশুনোর ডিগ্রির কাগজপত্র ছিল বলে দাবি করেন তিনি। কলেজ পড়ুয়া ওই তরুণী বালুরঘাট থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট শহরের আত্রেয়ীর সদরঘাটে ওই ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তাঁদের দু’জনের প্রেমের সম্পর্ক চলাকালীন অনেক দামী উপহার দিয়েছিলেন সেই যুবক বলে জানা গিয়েছে। এমনকী, বাড়ির অমতে গিয়ে তারা রেজিস্ট্রি ম্যারেজের জন্য আদালতে আবেদনও করেছিলেন। সূত্রের খবর অনুযায়ী, ওই যুবতীর অভিযোগ, সেই যুবক মিথ্যা তথ্য দিয়েছিলেন তাঁকে। তাঁর নির্দিষ্ট বাড়িঘর নেই। তাই বিষয়টি সামনে আসায় পরিবারের তরফে আপত্তি ওঠে। পরামর্শ যুক্তিযুক্ত মনে হওয়ায় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তিনি। তাতেই ক্ষিপ্ত প্রেমিক নানাভাবে হুমকি দিতে শুরু করে বলে জানায় সে।
ইতিমধ্যেই প্রেমিক মেয়েটির কাছে খরচ বাবদ ২ লক্ষ টাকা দাবি করেন। সেই টাকা দিতে না পারায় এদিন ছিনতাই করার পরিকল্পনা করে। ওই ছাত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘আমি বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। সেই সময় পিছন থেকে এসে আমার ব্যাগ ও মোবাইল কেড়ে নিয়ে পালায়। ওই ব্যাগে আমার মোবাইল ও অনেক সার্টিফিকেট আছে। আমি আমার ব্যাগ, মোবাইল ও সার্টিফিকেট ফিরে পেতেই থানায় এসেছি।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরপরে ওই ছাত্রীর মা এসেছিলেন। পুলিশ ওই যুবকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। জানানো ওই ব্যাগে যুবতীর মোবাইল থেকে শুরু করে জন্মের শংসাপত্র ও শিক্ষাগত শংসাপত্র ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট কলেজের প্রথম বর্ষের ওই যুবতীর বাড়ি বুনিয়াদপুরে। কয়েক মাস আগে ওই যুবতী বৃন্দাবনে বেড়াতে গেলে ভ্রমণকারী সংস্থার এজেন্ট ওই যুবকের সঙ্গে পরিচয় হয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই যুবতী।