Advertisement

Jhargram Murder : ঝাড়গ্রামে মুখ থেঁতলানো অবস্থায় উদ্ধার বৃদ্ধের দেহ, খুনের অভিযোগ

Jhargram Murder : পুলিশ সূত্রে খবর, মৃতদেহের মাথার পিছনে ভারী বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একাধিক রক্তাক্ত বাঁশের লাঠিও। তা দেখে তদন্তকারীদের প্রাথমিকভাবে অনুমান কেউ বা কারা খুন করেছে ওই বৃদ্ধকে।

বৃদ্ধের মৃতদেহ উদ্ধার বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
Aajtak Bangla
  • ঝাড়গ্রাম ,
  • 28 Feb 2022,
  • अपडेटेड 1:10 PM IST
  • ঝাড়গ্রামের শ্রীরামপুর এলাকায় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
  • মৃতের নাম প্রমথ নাথ গায়েন (৭২)
  • সকালে ওই স্কুলের সামনে থেকে মৃতদেহটি উদ্ধার হয়

ঝাড়গ্রামের শ্রীরামপুর এলাকায় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার। মৃতের নাম প্রমথ নাথ গায়েন (৭২)। এদিন সকালে ওই স্কুলের সামনে থেকে মৃতদেহটি উদ্ধার হয়। মৃতের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে প্রমথ নাথ গায়েনকে। 

পুলিশ সূত্রে খবর, মৃতদেহের মাথার পিছনে ভারী বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একাধিক রক্তাক্ত বাঁশের লাঠিও। তা দেখে তদন্তকারীদের প্রাথমিকভাবে অনুমান কেউ বা কারা খুন করেছে ওই বৃদ্ধকে। ঘটনাস্থল থেকে একাধিক জুতোও উদ্ধার হয়েছে। বৃদ্ধের ছেলের দাবি, তাঁর বাবাকে মুখ থেঁতলে খুন করা হয়েছে। 

আরও পড়ুন

মৃতের ছেলে জানিয়েছেন, তাঁর বাবা মদ খেতেন। সেজন্য রোজ বাড়িতে থাকতেন না। আজ সকালে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন মুখ থেঁতলানো অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে। তবে তাঁর বাবার কোনও শত্রু ছিল না। কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যুক্তও ছিলেন না। কে বা কারা খুন করেছে তা নিয়ে কোনও ধারণা নেই। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাদের প্রাথমিক ধারণা, মদ খাওয়া নিয়ে বচসার জেরে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। একাধিক প্রমাণ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে। 

Read more!
Advertisement
Advertisement