Advertisement

Hooghly Molestation: চুঁচুড়ায় ডিম আনতে গিয়ে শ্লীলতাহানির শিকার মহিলা, আটক অভিযুক্ত

ফের শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে এল। এবার হুগলির চুঁচুড়ায় এক মহিলার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। আটক করা হয়েছে অভিযুক্তকে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

প্রতীকী চিত্র।
বিশাল দাস
  • চুঁচুড়া,
  • 21 Nov 2024,
  • अपडेटेड 2:24 PM IST
  • ফের শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে এল।
  • এবার হুগলির চুঁচুড়ায় এক মহিলার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ।
  • আটক করা হয়েছে অভিযুক্তকে।

ফের শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে এল। এবার হুগলির চুঁচুড়ায় এক মহিলার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। আটক করা হয়েছে অভিযুক্তকে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

জানা গিয়েছে, দোকানে ডিম কিনতে গিয়েছিলেন এক মহিলা। সেখানে তাঁর সম্মানহানির অভিযোগ উঠেছে দোকানদারের বিরুদ্ধে।  অভিযুক্তকে পাকড়াও করে মারধর করেন স্থানীয় মহিলারা।  


জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে ওই মহিলা পাড়ার একটি দোকানে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় দোকানদার ওই মহিলার সঙ্গে আপত্তিকর আচরণ করেন এবং সম্মানহানি করেন। এই ঘটনা জানাজানি হতেই মহিলার পরিবার চুঁচুড়া মহিলা থানায় গিয়ে অভিযুক্ত দোকানদারের বিরুদ্ধে অভিযোগ জানায়। পুলিশ অভিযুক্তকে ডেকে পাঠায়। পরে অভিযুক্ত ব্যক্তি মহিলার পরিবারের কাছে ক্ষমা চাইলে বিষয়টি সাময়িকভাবে মিটমাট হয়ে যায়।

তবে সমস্যার সূত্রপাত হয় মঙ্গলবার।  অভিযুক্ত ব্যক্তি মহিলার পরিবার সম্পর্কে নানা ধরনের কুকথা বলেন বলে অভিযোগ। এর জেরে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। মহিলার মা ও পাড়ার কয়েকজন মহিলা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গিয়ে প্রতিবাদ জানান। সেখানে শুরু হয় তর্ক-বিতর্ক। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। এরপরেই অভিযুক্ত ব্যক্তিকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

মহিলার পরিবারের পক্ষ থেকে চুঁচুড়া মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মহিলার পরিবার। তবে অভিযুক্তের স্ত্রী বলছেন, তাঁরা এই বিষয়ে কিছুই জানেন না।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ভোলানাথ সাহা

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement