
বিহারে মদ নিষিদ্ধ। তবে বেআইনি পাচার বন্ধ করা যায়নি। চোরাগোপ্তাভাবে পাচার চলছিলই। বাংলার সীমান্তবর্তী জেলায় ট্রেনে করে মদ পাচার করার পরিকল্পনা ছিল এক মহিলার। কিন্তু আগে থেকে খবর পেয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই মহিলাকে আটক করে আবগারি বিভাগ। এরপর মহিলা কনস্টেবল তল্লাশি চালাতেই ধৃতের শরীরে সেলোটেপ দিয়ে আটকানো অবস্থায় উদ্ধার হয় একের পর এক রঙিন জলের প্যাকেট। ওই মহিলা বোরখা পরে মুসলিম যাত্রী সেজে ওই রঙিন জলের প্যাকেট পাচার করছিল বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা কুমেদপুরে ওই মহিলা যাত্রী বোরখা পরে মুসলিম যাত্রী সেজে ট্রেনে উঠেছিল। তাঁর শরীরে সেলোটেপ দিয়ে আটকানো ছিল রঙিন জলের টেট্রাপ্যাক। শাড়ি পরে তার উপর সেলোটেপ দিয়ে এই রঙিন জলের টেট্রাপ্যাকগুলিকে শরীরে আটকানোর পর বোরখা পরে নিয়েছিল ওই মহিলা। যাতে চট করে একঝলকে দেখে কেউ সন্দেহ করতে না পারে। যদিও শেষ রক্ষা হয়নি।
গোপন সূত্রে খবর, আগে থেকেই প্রস্তুত ছিল আবগারি বিভাগের কর্মীরা। এরপর কাটিহারের মনিয়া স্টেশনের কাছে সন্ধ্যা দেবী নামে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। এরপর মহিলা কনস্টেবলের সাহায্যে তাঁকে তল্লাশি শুরু করা হলে তাঁর শরীরে সেলোটেপ লাগানো অবস্থায় রঙিন জলের টেট্রাপ্যাকগুলি উদ্ধার হয়। ধৃত সন্ধ্যা দেবী মঞ্জোলি গ্রামের বাসিন্দা। রঙিন জলের প্যাকেট পাচারের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে সে। সন্ধ্যা দেবীকে গ্রেফতার করে পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করেছে আবগারি দফতর।