আলিপুরদুয়ারে হরিণের মাংস খাওয়ার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে বারোবিশাতে রায়ডাক নদীতে একটি হরিণ ভেসে আসছিল। সেই সময় ওখানে কাজ করছিল কয়েকজন। তারা হরিণটিকে আটক করে এবং হত্যা করে বাড়ি নিয়ে চলে যায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভলকা রেঞ্জের বনকর্মীরা গোপনসূত্রে খবর পেয়ে মদন বর্মন নামে এক ব্যক্তির বাড়ি থেকে রান্না করা মাংস সমেত তাকে আটক করে। এরপর গ্রমেসাগর রাজভর নামে আরেকজনকেও আটক করা হয়। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করে বন দফতর। বিচারক অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।