ফের রোগীর থেকে চড়া দামে লাগামছাড়া ভাড়া নেওয়ার অভিযোগ উঠল অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থেকে কলকাতার পার্ক সার্কাসে একটি বেসরকারি নার্সিংহোমে রোগী নিয়ে আসার জন্য ২২ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ বাচিক শিল্পী মঞ্জিমা সরকারের। অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে রাজ্যের স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হন তিনি। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রাজ্যের স্বাস্থ্য কমিশন। এরপরই কমিশনের হস্তক্ষেপে ওই শিল্পীকে ১০ হাজার টাকা ফেরত দিয়েছে অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ। যদিও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের এই ভূমিকায় উঠে গেল বড়সড় প্রশ্ন চিহ্ন।