'গৌড়' (Gaur) বাংলার এককালীন রাজধানী। মালদার (Malda) পাশাপাশি রাজ্য তথা দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পদ। এই জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের মহদীপুর সংলগ্ন এলাকায় মোট ১৭টি ঐতিহাসিক সৌধ রয়েছে। প্রাচীন স্থাপত্য এবং ঐতিহাসিক নিদর্শন হিসেবে এই সৌধ গুলির গুরুত্ব অপরিসীম। সরকারি অবহেলা ও গাফিলতি আর বঞ্চনার কারণে ধীরে ধীরে ভারতের এই উল্লেখযোগ্য ঐতিহাসিক সম্পদ তার কৌলিন্য হারাচ্ছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করা, দুর্বৃত্তদের হানায় বিপন্ন আজ ইতিহাস। বাইশ'গোজি প্রাচীর সহ বিভিন্ন সৌধের ইট চুরি হচ্ছে। সামান্য অর্থের লোভে ঐতিহাসিক সৌধগুলি থেকে খুলে নেওয়া হচ্ছে ইট। ধ্বংস হচ্ছে ইতিহাস। নিরব প্রশাসন। চুরির ঘটনা ক্যামেরাবন্দি হলেও, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের।