কলকাতায় রহস্যমৃত্যু। একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনাল। ১ কিশোরী ও ২ মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। দুই মহিলার হাতের শিরা কাটা রয়েছে। জানা গিয়েছে,ওই পরিবারের ৬ সদস্য আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশের দাবি, অভিষিক্তার কাছে একটি দুর্ঘটনা ঘটে। পুলিশ কমিশনার জানিয়েছেন, 'কিশোরীর দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি'। 'মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছি'। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। অনেক কিছু বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে বলে জানিয়েছেন, কমিশনার। তিনি বলেন 'আহতদের দাবি সত্যি কিনা, খতিয়ে দেখছে পুলিশ'। আগামী দিনে ঘটনার পুনর্নির্মাণ হবে বলে জানান তিনি।