দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের তপনা মোড়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মাথায় বন্ধুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় কিনারা করল পুলিশ। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে । ডাকাতিতে ব্যবহৃত অটোর সূত্র ধরে ডাকাতির কিনারা করে পুলিশ। পয়লা ডিসেম্বর বুধবার গভীর রাতে বাড়ির একতলা বাড়ির দরজার তালা ভেঙে বাড়ির মধ্যে ঢোকে ডাকাত দল। বাড়ির মধ্যে দরজা ভাঙার শব্দ শুনে ঘরের বাইরে আসতেই সুমন মন্ডল পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মাথায় বন্দুক ধরে। বাড়িতে থাকা সোনা নগদ টাকা সহ প্রায় কয়েক লক্ষ টাকার লুঠ করে চম্পট দেয় ডাকাত দল। ডাকাত দলের প্রত্যেকের মুখ বাধা ছিলো রুমাল দিয়ে। বাড়ির সমস্ত লাইট বন্ধ করে দেয়। পরে তদন্ত নেমে ডাকাত দলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের এই কাজে খুশি পরিবার।