বিভিন্ন সময় বিভিন্ন Cyber Fraud র খবর উঠে আসে। কোনও কোনও সময় সেই সমস্ত ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দেয়। এবার এমন এক প্রতারণার অভিযোগ সমনে এসেছে, যা জানলে আপনি চমকে যাবেন। Uttar Pradesh র Mathura য় একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে অনলাইনে 20 কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠেছে। এরপর সাত লক্ষ টাকা ছাড়া বাকি টাকা অন্যান্য অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। ঘটনায় সাইবার থানার পুলিশ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে।