এ যেন অনেকটা বলিউডের সুপারহিট সিনেমা 'ধুম'-এর ট্রেলার। ইলেকট্রনিক্সের দোকানে চুরির ঘটনা দেখে অনেকেই এমনটাই বলছেন। ইতিমধ্যেই এই চুরির ঘটনার ফুটেজ ধরা পড়েছে দোকানে লাগানো সিসিটিভিতে। আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চার তলার ছাদ থেকে নেমে এসে দুষ্কৃতীরা দোকানে ঢুকে লুঠপাট চালিয়েছে অবাধেই। এবার ভাবুন। রাতের অন্ধকারে বন্ধ দোকানের ছাদ দিয়ে প্রবেশ করেছে দুষ্কৃতীরা। দোকানের ক্যাশবাক্সে রাখা প্রায় নব্বই হাজার নগদ টাকা ছাড়াও দোকানের বেশকিছু ইলেকট্রনিক সামগ্রীও চুরি গিয়েছে বলে খবর। সিসিটিভি ফযুটেজে ধরা পড়া চুরির সময়ের ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।