ব্রিটিশ ডাক্তারের নাম ভাঁড়িয়ে দিব্যি অপারেশন চালাচ্ছিল ভুয়ো ডাক্তার। ভুল চিকিৎসায় সাত রোগীকে শেষ করে ফেলল জাল ডাক্তার। এই ঘটনা সামনে আসতেই তোলপার পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। মধ্যপ্রদেশের দামোহ জেলার একটি মিশনারি হাসপাতালের ঘটনা।