সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর এমনিতেই উত্তাল পরিস্থিতি বাংলাদেশের। এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর গোপনে নাশকতা ছক কষতে বাংলার বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেঁড়েছে বাংলাদেশি জঙ্গিরা। এরমধ্যে মুর্শিদাবাদ থেকে ধৃত বাংলাদেশি নাগরিকের বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশে লোক ঢোকাচ্ছ খোদ এদেশের দালালরাই। তারই মধ্যে ফের ধরা পড়ল সংখ্যালঘু এক ব্যক্তি। ধৃত ব্যক্তিকে পাকড়াও করতেই তাঁর কাছ থেকে বহু জাল নথি, পরিচয় পত্র উদ্ধার হয়েছে। আর তাতেই দানা বেঁধেছে রহস্য।