কলকাতার কুমোরটুলি ঘাটে হাড় হিম ঘটনা সাতসকালে। ট্রলিতে করে গঙ্গায় দেহ ভাসাতে এসে ধরা পড়লেন দুই মহিলা। জানা যাচ্ছে, এদিন সকাল সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ একটি ট্রলি ব্যাগ নিয়ে দুই মহিলা ঘাটে আসেন। ব্যাগটি ভাসানোর চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। ব্যাগ খুলে দেখা যায় তাতে রয়েছে এক মহিলার রক্তাক্ত দেহ। জানা যাচ্ছে ওই দুই মহিলার নাম ফাল্গুনী ঘোষ ও আরতি ঘোষ। এবং দেহটি সুমিতা ঘোষের। প্রত্যক্ষদর্শীদের কথায়, মঙ্গলবার সকালে কুমোরটুলি ঘাটের কাছে ঘোরাঘুরি করছিল ওই দুই মহিলা। তাদের আচরণ কিছুটা অস্বাভাবিক ঠেকে। পাশাপাশি সঙ্গে থাকা একটি বড় ট্রলি ব্যাগ মহিলারা ফেলার চেষ্টা করছিল। এরপরেই স্থানীয়রা জিজ্ঞাসা করেন, ব্যাগে কী রয়েছে। প্রথমে কোনও জবাব দিতে চাননি ওই মহিলারা। পরে ব্যাগটি খুলে দেখতেই চোখ কপালে ওঠে। ব্যাগের মধ্যে ছিল টুকরো করা দেহ। পুলিশ দু'জনকে আটক করে ভ্যানে তুলেছে। বাজেয়াপ্ত করা হয়েছে ট্রলি ব্যাগটিকেও। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশের গাড়ি আটকে বিক্ষোভও দেখান স্থানীয়রা। দেখুন ভিডিও