নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত কাঁচরাপাড়ার বিনোদনগর। অভিযোগ, কাঁচরাপাড়া ১০ নম্বর ওয়ার্ড সংলগ্ন বিনোদ নগর খেলার মাঠে রবিবার গভীর রাতে নেতাজির মূর্তি ভেঙে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা। সকালে বিষয়টি এলাকাবাসীর নজরে এলে ক্ষোভে ফেটে পড়েন তারা। কালো কাপড় ও মোমবাতি জ্বালিয়ে ঘটনার প্রতিবাদ করতে থাকেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার পুলিশ। ইতিমধ্যেই বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।