হাত বদলের আগে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ সহ-এক ব্যক্তিকে গ্রেফতার করল রেজিনগর থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতের ব্যক্তির নাম বিল্লাল সেখ। বয়স ৩৮। বাড়ি মুর্শিদাবাদের নওদার ডাকাতিপোতা। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।