বাংলাদেশের বিক্রির আগেই জলঙ্গি পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র-গুলিসহ গ্রেফতার এক যুবক। পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার বাগমারা পোড়া বটতলা এলাকায় অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ। ওই সময় এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার হয়। তারপরেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।