পুলিশকে ওই ব্যবসায়ী জানান, ইউটিউবে নামরার রিলস, ভিডিওস তিনি আগেই দেখিয়েছিলেন। সেই সূত্রে তাঁকে চিনতেন। কাজের সুবাদে তিনি দিল্লির এক হোটেলে গিয়েছিলেন একদিন। তখনই নামরার সঙ্গে তাঁর প্রত্যক্ষ পরিচয়। এরপর নামরা বিরাট বেনিওয়ালের সঙ্গেও পরিচয় করিয়ে দেন। জানিয়েছিলেন, বিরাট তাঁর বন্ধু। এভাবে সেই ব্যবসায়ীর সঙ্গে নামরা ও বিরাটের আলাপ-পরিচয় বাড়তে থাকে। এরপর ব্যবসায়ীর তরফে নামরাকে একটি বিজ্ঞাপনের কাজের অফার দেওয়া হয়। ব্যবসায়ীর ফার্মে কাজ করতে সম্মতও হন নামরা। এবং দু' লক্ষ টাকা অগ্রিম চান। তাঁকে সেই টাকা দিয়ে দেন ব্যবসায়ী। তারপর যখন বিজ্ঞাপনের কাজের দিন এগিয়ে আসে তখন সেই ব্যবসায়ীর থেকে আরও ৫০ হাজার টাকা চান নামরা। ব্যবসায়ী সেই টাকাও দেন। এতদূর পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু, নামরা এবার ব্যবসায়ীকে ফাঁদে ফেলার ছক কষতে শুরু করে দেন। এবং সফলও হন তাঁকে হানিট্র্যাপে ফেলতে।